ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট হারার কারণ মমিনুলের মনে আছে কিনা, সেটা বলাটা একটু কঠিন! তবে সেই একই ভুলে খেসারত দিচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে উইকেট থিতু হয়েছেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি এবং আব্দুল্লাহ শফিক। দ্বিতীয় সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৭৯ রান।
পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টের আগে চট্টগ্রামে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে মমিনুলের সামনে তিনটি রিভিউ নেওয়ার সুযোগ ছিল। তবে রিভিউ না নেওয়ায় ক্যারিবিয়ান ব্যাটাররা উইকেটে থিতু হয়ে যাওয়ার সুযোগ পান। আর এতেই ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের বিপক্ষে হারের লজ্জা পায় টাইগাররা।
শনিবার (২৭ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে ঠিক একই ভুল করেছেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। বাংলাদেশের দুই পেসার আবু জায়েদ রাহি এবং এবাদত হোসেন পাকিস্তানের ব্যাটারদেরকে কোনো ভাবেই ঝুঁকিতে ফেলতে পারেননি। তবে ওপেনার আব্দুল্লাহ শফিককে একবার বিপদের সম্মুখীন করেছিলেন স্পিনার তাইজুল ইসলাম।
তাইজুল ইসলামের করা একটি বল দারুণভাবে ভিতরে ঢুকে আব্দুল্লাহ শফিকের প্যাড-ব্যাট হয়েছিল। তবে শাফিকের দৃঢ়তায় তা বুঝতে পারেননি আম্পায়ার। তবে রিভিউ নিলে নিশ্চিতভাবেই উইকেট পেতে পারতো বাংলাদেশ। সে ঝুঁকি নিতে চাননি অধিনায়ক মমিনুল হক। তাই তো নিশ্চিত উইকেটটিও মিস করে যায় টাইগাররা।
বাংলাদেশের বিপক্ষে ইনিংসে শুরু থেকেই সাবধানী ব্যাটিং শুরু করেন দুই ওপেনার আবিদ আলি এবং আব্দুল্লাহ শফিক। তাদের ব্যাটিং দৃঢ়তায় ৭৯ রান তুলেছে পাকিস্তান।
দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত চারজন বোলারকে ব্যবহার করেছে বাংলাদেশ। পঞ্চম বোলারের সংকটে ভুগছে বাংলাদেশ দল। পঞ্চম বোলার হিসেবে কে বোলিং করবেন? সে প্রশ্নের উত্তর মিলেনি এখনও। বোলিংয়ে বৈচিত্র্যতা না থাকায় পাকিস্তানের উইকেটে থিতু হয়ে উঠার আরেকটি কারণও হয়ে দাঁড়িয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]