লিটন-মুশফিকের ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি, স্বস্তিতে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২৭ নভেম্বর ২০২১
লিটন-মুশফিকের ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি, স্বস্তিতে বাংলাদেশ

দিনের শুরুটা মনমতো না হলেও দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তৃতীয় সেশনেও নিজেদের সেই ধারাবাহিকতা ধরে রেখেছিল টাইগাররা। এতেই চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক স্থানে বাংলাদেশ। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৫৩ রান। আলোকসল্পতার কারণে পাঁচ ওভার আগেই দিনের খেলা শেষ করেছে আম্পায়াররা।

চট্টগ্রাম টেস্টের প্রথমদিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। তবে প্রথম সেশনে নিজেদের ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। একে একে ফিরে যান চার ব্যাটার। এতেই প্রথম সেশন নিজেদের দখলে রাখে পাকিস্তান।

তবে প্রথম সেশনে ব্যাট করতে নামা অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং লিটন দাস দলকে টেনে তোলার কাজ শুরু করেন। শুধু টেনে তোলেননি দলকে প্রথমদিনে দলকে ভালো অবস্থায় নিয়েছেন তারা।

দিনের দ্বিতীয় সেশনে ১০২ রান তোলেন মুশফিক এবং লিটন। দ্বিতীয় সেশনে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া লিটন, দিনের শেষ সেশনে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

তবে লিটন দ্বিতীয় সেশন থেকে ফিরেই লিটনের ফিরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে শাহীন আফ্রিদির বলে সাজিদ খান ক্যাচ মিস করলে তা আর হয়নি। শেষ পর্যন্ত নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন লিটন দাস।

এক প্রান্তে লিটন রানের চাকা ঘুরাচ্ছেন তো অপরপ্রান্তে দারুণ সমর্থন দিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম। তাদের দুইজনের ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষে স্কোরবোর্ডে ২৫৩ রান তুলেছে বাংলাদেশ। 

প্রথম ইনিংসের পর বাংলাদেশের কোনো ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরাতে পারেনি পাকিস্তানি বোলাররা। বাংলাদেশি কোনো ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরাতে না পারলেও পাঁচজনের বেশি বোলার ব্যবহার করেনি পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

প্রথম দিনে ৯০ ওভার খেলা হওয়ার কথা থাকলেও আলোক স্বল্পতার কারণে পাঁচ ওভার আগেই দিনের খেলা শেষ করে দেন মাঠে থাকা দুই আম্পায়ার।

দিনশেষে মুশফিকুর রহিম ৮৩ এবং লিটন দাস ১১৩ রানে অপরাজিত আছেন। এছাড়াও সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত এবং সাইফ হাসান ১৪ রান করে আউট হন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ- ২৫৩/৪ (লিটন ১১৩*, মুশফিক ৮৩*, হাসান ১/৩৮, ফাহিম আশরাফ ১/৩৮)

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট ক্রিকেটে লিটনের প্রথম শতক

টেস্ট ক্রিকেটে লিটনের প্রথম শতক

শুরুর ধাক্কা সামলে লিটন-মুশফিকের ব্যাটে স্বস্তি

শুরুর ধাক্কা সামলে লিটন-মুশফিকের ব্যাটে স্বস্তি

‘মাথা কাটা’-টিকিট কাণ্ডের পর বাংলাদেশ বানানে বিসিবির ভুল!

‘মাথা কাটা’-টিকিট কাণ্ডের পর বাংলাদেশ বানানে বিসিবির ভুল!

অবশেষে অভিষেকের স্বাদ পাচ্ছেন ইয়াসির রাব্বি

অবশেষে অভিষেকের স্বাদ পাচ্ছেন ইয়াসির রাব্বি