টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে একের পর সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন লিটন দাস। এর জেরে দল থেকেও বাদ পড়েছেন তিনি। তবে টেস্ট দলের হয়ে নেমেই নিজেকে আবারও চেনালেন উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।
নব্বইয়ের ঘরে এলে কেন যেন একটু নড়বড়ে হয়ে উঠেন লিটন দাস। সে প্রমাণ আগেও রেখেছেন তিনি। এক বার নব্বইয়ের ঘরে পৌঁছে ফিরে গিয়েছিলেন তিনি। তবে এবার আর হতাশ করেননি, তুলে নিয়েছেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি।
চলতি বছর জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ৯৫ রানে আউট হয়েছিলেন লিটন দাস। সেবার সেঞ্চুরির জন্য অপেক্ষা বাড়লেও এবার আর সে ভুল করেননি তিনি। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
চলতি বছর সীমিত ওভারের ক্রিকেটে রীতিমতো সংগ্রাম করেছেন লিটন কুমার দাস। সে ফল হিসেবে দল থেকেও বাদ পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর সমালোচনার শিকারও হয়েছেন তিনি। তবে টেস্ট ক্রিকেটে যে ধারাবাহিক তিনি, তাও প্রমাণ করেছেন সেঞ্চুরি করে।
শুধু চলতি বছর নয়, ক্যারিয়ারের শুরু থেকেই সীমিত ওভারের ক্রিকেটে ছন্দহীন লিটন। তবে সাদা পোশাকে সবসময়ই ব্যতিক্রম ছিলেন লিটন। নিজেকে সবসময়ই প্রমাণ করেছেন।
সীমিত ওভারের ক্রিকেটে যেমন ছন্দহীন ছিলেন লিটন ঠিক তার বিপরীত অবস্থা ছিল সাদা পোশাকে। চলতি বছর সাদা পোশাকে ক্যারিয়ারের সবচেয়ে সেরা একটি বছর কাটাচ্ছেন লিটন দাস।
শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। তবে দলকে টেনে তোলার দায়িত্ব নেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস। তাদের ব্যাটে বেশ ভালোভাবেই আগাচ্ছে বাংলাদেশ।
সেঞ্চুরির করার পথে একবার জীবন পান লিটন দাস। ৬৭ রানের মাথায় শর্ট লেগ অঞ্চলে শাহিন আফ্রিদির বলে ক্যাচ মিস করেন সাজিদ খান। এর পরেই আরও সতর্ক হয়ে উঠেন লিটন।
শুধু সতর্ক নয়, ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও তুলে নিয়েছেন লিটন দাস। এর জন্য তিনি খেলেছেন ১৯৯ বল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]