প্রথম সেশনে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিলেও দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল বাংলাদেশ। প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৭১ রান।
চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। তবে তার সিদ্ধান্তের প্রতি যৌক্তিকতা প্রমাণ করতে পারেননি টপ অর্ডার ব্যাটাররা। দলের রান ৫০ এর কোটা পেরোনোর আগেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং ইনফর্ম লিটন দাস।
প্রথম সেশনেই চার উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া কাজ শুরু করেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। তাদের ব্যাটে ভর করে দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ১৭১ রান।
লিটন এবং মুশফিক দুইজনই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। লিটন তার ক্যারিয়ারের ১০ম ফিফটি করেন। এছাড়া মুশফিক করেন তার ক্যারিয়ারের ২৪তম ফিফটি।
লিটন এবং মুশফিক দুইজন মিলে গড়ে তোলেন ১২২ রানের জুটি। মূলত তাদের জুটিতেই ম্যাচে ঘুরে দাঁড়াতে পেরেছে বাংলাদেশ।
প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষে ৬২ রানে অপরাজিত আছেন লিটন দাস এবং মুশফিকের সংগ্রহ ৫৫ রান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]