চট্টগ্রাম টেস্টের শুরুতেই টানা চার উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। তবে অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং লিটন দাসের ব্যাটে ভর করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মমিনুল হক। তবে তার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে ব্যর্থ হয় বাংলাদেশের টপ অর্ডার। স্কোর বোর্ডে ৪৯ রান তুলতেই প্যাভিলিয়নে ফিরে যায় চার ব্যাটার।
প্যাভিলিয়নে ফিরে যাওয়া চার ব্যাটার যেন ১৪ রানের দেয়াল ভাঙতেই যেন হিমশিম খাচ্ছিলেন। প্যাভিলিয়নে ফেরা চার ব্যাটারের তিনজনই ফিরেছেন ব্যক্তিগত ১৪ রানের মাথায়।
এরপরেই দলের হাল ধরেন মুশফিক এবং লিটন। শুরুর দিকে রান করতে কিছুটা হিমশিম খাচ্ছিলেন তারা। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে কিছুটা স্বাভাবিক হয়ে উঠেন তারা। এতেই রানের চাকা বেশ ভালোভাবেই ঘুরতে থাকে।
দলের রানের চাকা ঘোরার সাথে সাথে নিজেদের রানও বাড়াতে থাকেন লিটন এবং মুশফিক। লিটন তুলে নেন তার ক্যারিয়ারের ১০ম ফিফটি। আর মুশফিক করেন তার ক্যারিয়ারের ২৪তম ফিফটি।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৬৬ রান। লিটন ৬০ এবং মুশফিক ৫২ রানে অপরাজিত আছেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]