দলের পারফর্মেন্সে বেশ বিব্রতকর অবস্থায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বিভিন্ন জায়গায় একের পর এক ভুল করে যাচ্ছে তারা। এর মধ্যে টানা দুই দিনে বড় দুইটি ভুল করেছে বিসিবি। টিকিটে সময়ের পর এবার খেলোয়াড় তালিকায় দেশের নাম ভুল করেছে।
শুক্রবার (২৬ নভেম্বর) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামে বাংলাদেশ। এ ম্যাচের আগে প্রেসবক্সে সরবরাহ করা হয় খেলোয়াড় তালিকা। সেখানে দেশের নাম ভুল করে বিসিবি।
এর আগে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম টেস্টের জন্য টিকিট ছাড়ে বিসিবি। সেখানে ভুল সময় উল্লেখ করা হয়েছিল। সকাল ১০ টার পরিবর্তে রাত ১০টায় খেলা শুরু হওয়ার সময় উল্লেখ করা হয়েছিল।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। এর কয়েক মুহূর্ত পর পাঠানো খেলোয়াড় তালিকায় এ ভুল চোখে পড়ে।
অফিসিয়াল খেলোয়াড় তালিকায় বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক এবং ম্যানেজার নাফিস ইকবালের স্বাক্ষর ছিল। তবে ভুল বানান তাদের চোখে পড়েনি।
অফিসিয়াল খেলোয়াড় তালিকায় ‘BANGLADESH’ এর পরিবর্তে ‘BAMGLADESH’ লেখা হয়। বিসিবির এ রকম ভুল নতুন কিছু নয়।
এর আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল পেজে শহিদুল ইসলামের ছবি ব্যবহার করতে গিয়ে ফটোশপের আশ্রয় নয়।
সেখানে সাকিবের ছবির গলা কেটে শহিদুলের গলা বসানো হয়। পরবর্তীতে এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বিসিবি। এ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়ে বিসিবি।
দেশের নাম ভুল করার কাজ এর আগেও করেছিল বিসিবি। ২০১৮ সালে বাংলাদেশের অনুষ্ঠিত হওয়া ত্রিদেশিয় সিরিজের টিকিটে দেশের নাম ভুল করেছিল বিসিবি। সেবার দেশের নাম লেখা হয়েছিল ‘BNANGLADESH’।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]