প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৯

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৯ এএম, ২৭ নভেম্বর ২০২১
প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৯

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক। প্রথম ইনিংসে পাকিস্তানের বোলারদের সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে টাইগার ব্যাটারদের। সে সুযোগে মধ্যাহ্ন বিরতির আগেই বাংলাদেশের ৪ ব্যাটারকে ফিরিয়েছে পাকিস্তানি বোলাররা। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত স্কোর বোর্ডে ৬৯ রান তুলেছে বাংলাদেশ।

শুরু থেকেই উইকেট ছুড়ে দিয়ে আসার মিছিলে নাম লেখান বাংলাদেশি ব্যাটাররা। বাংলাদেশের ব্যাটাররা একের পর পাকিস্তানি ব্যাটারদের সামনে অসহায় আত্মসমার্পণ করে। শেষ পর্যন্ত লিটন-মুশফিকের দৃঢ়তায় মধ্যাহ্ন বিরতির আগে ৬৯ রান তোলে টাইগাররা।

ব্যাটিংয়ে নেমে কিছুটা মারকুটে ব্যাটিং শুরু করেন ওপেনার সাইফ হাসান। তবে তার এ ইনিংস বড় করতে পারেননি। দলীয় ১৯ রানের মাথায় বিদায় নেন তিনি। ১২ বলে ১৪ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। পাকিস্তানি পেসার শহীন আফ্রিদির করা শর্ট বলে ক্যাচ তুলে দেন তিনি। শর্ট লেগ অঞ্চলে ক্যাচ তালু বন্দি করে নেন আবিদ আলি।

৩৩ রানে ফিরে যান আরেক ওপেনার সাদমান ইসলাম। ব্যক্তিগত ১৪ রানের মাথায় হাসান আলির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।

দ্রুত দুই উইকেট হারিয়ে হারিয়ে বসা বাংলাদেশের হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত। তবে তারাও দলকে আশার আলো দেখাতে পারেননি।

দলীয় ৪৭ রানে ফিরে যান অধিনায়ক মমিনুল হক। স্পিনার সাজিদ খানের বলে উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন।

পরের ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত । দলীয় ৪৯ রানে ফিরে যান ইনফর্ম শান্ত।  ৩৭ বলে ১৪ রান করে ফেরেন তিনি। ফাহিম আশরাফের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। দুইজনের টেস্ট সুলভ ব্যাটিং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ দল। এই দুই জনের ব্যাটে ভর করে ৬৯ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে অভিষেকের স্বাদ পাচ্ছেন ইয়াসির রাব্বি

অবশেষে অভিষেকের স্বাদ পাচ্ছেন ইয়াসির রাব্বি

৮ মাস পর ক্রিকেট, ২৬ মাস পর ফিরছে দর্শক

৮ মাস পর ক্রিকেট, ২৬ মাস পর ফিরছে দর্শক

দল নয়, বাংলাদেশের কন্ডিশনকে প্রতিপক্ষ ভাবছে পাকিস্তান

দল নয়, বাংলাদেশের কন্ডিশনকে প্রতিপক্ষ ভাবছে পাকিস্তান

বিসিএলে একই দলে তামিম-মমিনুল-মুশফিক-আশরাফুল

বিসিএলে একই দলে তামিম-মমিনুল-মুশফিক-আশরাফুল