কুরুচিকর বার্তা পাঠানোর অভিযোগে বেশ সমালোচনার মুখে পড়েছেন অজি ক্রিকেটার টিম পেইন। বাধ্য হয়ে ছেড়েছেন টেস্ট দলের অধিনায়কত্ব। এবার ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন তিনি।
তিন বছর আগের কেলেঙ্কারি নতুন করে সামনে আসায় অধিনায়কের দায়িত্ব ছাড়তে বাধ্য হন টিম পেইন। এরপর থেকেই তুমুল সমালোচনার মুখে আছেন তিনি। এ কারণে অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন তিনি।
অধিনায়কত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যেই ক্রিকেট থেকে দূরে সরলেন টিম পেইন। মানসিক স্বাস্থ্যের জন্য ক্রিকেটে বিরতি দরকার বলে জানিয়েছেন তিনি।
আসন্ন অ্যাশেজের জন্য ঘোষিত দলে অধিনায়ক হিসেবে ছিলেন টিম পেইন। তবে শেষ পর্যন্ত ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ায় অ্যাশেজেই থাকছেন না তিনি।
টিম পেইনের ক্রিকেট থেকে সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার। তিনি বলেন, ‘মানসিক স্বাস্থ্যগত বিরতির জন্য টিম পেইন ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়াচ্ছেন। আমরা পেইন ও বনির (পেইনের স্ত্রী) মানসিক স্বাস্থ্য নিয়ে খুবই সতর্ক ও চিন্তিত। আমরা এই বিষয়ে এখন আর কোনো মন্তব্য করব না।’
পেইনের ক্রিকেট থেকে বিরতি নেওয়ার দিনেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আসন্ন অ্যাশেজের আগেই নিজেদের ৪৭তম টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করেছে সিএ।
প্রথম পেসার হিসেবে অস্ট্রেলিয়া টেস্ট দলের পূর্ণকালীন অধিনায়ক হয়েছেন প্যাট কামিন্স। এর আগে অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করেছিলেন সাবেক পেসার রে লিন্ডওয়াল। অস্ট্রেলিয়া টেস্ট দলে কামিন্সের সহকারী হিসেবে থাকবেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]