টি-টোয়েন্টি সিরিজের ব্যর্থতাকে পাশে সরিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এ সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করবে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলে রয়েছে এক অভিষেক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে ক্ষুদ্রতম সংস্করণে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তাই তো ফরম্যাট বদলের সাথে সাথে ঘুরে দাঁড়াতেই মাঠে নামবে বাংলাদেশ।
ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ কয়েকজনক ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতি তরুণদের জন্য বড় সুযোগ বলে মনে করেন অধিনায়ক মমিনুল হক।
বাংলাদেশের হয়ে অবশেষে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন ইয়াসির আলি রাব্বি। পাকিস্তান একাদশেও রয়েছে এক অভিষেক। পাকিস্তানের হয়ে নিজের প্রথম টেস্ট খেলতে নেমেছেন আব্দুল্লাহ শফিক।
পাকিস্তানের বিপক্ষে এর আগে ১১ বারের দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশ। ১০ হারের বিপরীতে রয়েছে মাত্র এক ড্র।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন।
পাকিস্তান একাদশ
আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বাবর আজম, ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, নোমান আলি, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, সাজিদ খান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]