বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম দুই ম্যাচ পর জিতলেও তৃতীয়টিতে হারের দেখা পেল বাংলাদেশে নারী ক্রিকেট দল। তৃতীয় ম্যাচে বৃষ্টি আইনে থাইল্যান্ডের কাছে ১৬ রানে হেরেছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের হারারেতে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে দারুণ জয় পাওয়ায় বেশ আত্মবিশ্বাসী ছিল টাইগ্রেসরা। তবে থাইল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই বেশ পিছিয়ে ছিল বাংলাদেশের নারীরা।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের নারীরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানের সংগ্রহ পায়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন ব্যাটার ফারজানা হক।
থাইল্যান্ডের হয়ে বোলার নাতায়া বোচাথাম ২৬ রান ৫ উইকেট শিকার করেন। তার বোলিং তোপেই বড় স্কোর করতে পারেনি টাইগ্রেসরা।
১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে থাইল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৯.২ ওভারে ১১৭ রান। তবে বৃষ্টিতে খেলা শেষ বন্ধ হওয়ার আগেই ৩৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করেছিল থাইল্যান্ডের নারীরা। তাই তো ১৬ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগ্রেসদের।
বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ ‘বি’ তে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ে নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাই পর্বে নামার আগে জিম্বাবুয়ের নারীদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশের নারীরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]