৮ মাস পর ক্রিকেট, ২৬ মাস পর ফিরছে দর্শক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৬ নভেম্বর ২০২১
৮ মাস পর ক্রিকেট, ২৬ মাস পর ফিরছে দর্শক

ঘরের মাঠে বাংলাদেশ দল টানা খেলার মধ্যে থাকলেও সব বেশিরভাগ ম্যাচ মিরপুরের গন্ডিতেই সীমাবদ্ধ ছিল। দীর্ঘ আট মাস পর ক্রিকেট ফিরেছে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। শুধু তাই নয়, এ ম্যাচ দিয়ে চট্টগ্রামের মানুষ আবারও গ্যালারিতে বসে দেখতে পারবে টাইগারদের খেলা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে একটি করে টেস্ট এবং ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ আট মাস পর আবার চট্টগ্রামে ফিরলো ক্রিকেট। করোনাভাইরাস মহামারির ইস্যুতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মিরপুরের বাইরে খেলতে অস্বীকৃতি জানানোয় চট্টগ্রামে হয়নি এ দুই সিরিজের কোনো ম্যাচ। না হলে চট্টগ্রামকে একটা ম্যাচের জন্য হয়তো এতো অপেক্ষায় থাকতে হতো না।

সর্বশেষ ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর ওয়ানডে জহুর আহমেদ চোধুরি স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সে ম্যাচেই সর্বশেষ চট্টগ্রামের মানুষ বাংলাদেশের খেলা দেখতে পেরেছিলেন। এরপর খেলা না থাকা এবং করোনা ভাইরাস মহামারির কারণে দর্শকহীন মাঠে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

২০১৯ সালের আফগানিস্তান সিরিজের পর চট্টগ্রামের মাঠে খেলা ফিরেছিল ২০২১ সালে। ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারির ছড়িয়ে পড়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সে সিরিজের কোনো ম্যাচ চট্টগ্রামে আয়োজিত হয়নি। ম্যাচ আয়োজন করা হয়েছিল ঢাকা এবং সিলেটে।

২০২১ সালের শুরুতে করোনাভাইরাস মহামারির মধ্যে ক্রিকেটে ফেরে বাংলাদেশ। প্রত্যাবর্তন সিরিজেই চট্টগ্রাম পায় দুইটি ম্যাচ আয়োজনের দায়িত্ব। সে দুই ম্যাচ আয়োজন করে আরেকটি ম্যাচ আয়োজন করতে চাতক পাখির মতো অপেক্ষায় ছিল চট্টগ্রাম।

দীর্ঘ ২৬ মাস পর ফিরছে দর্শক, সাথে দীর্ঘদিন পর ফিরছে ক্রিকেট। এই ফেরাটা স্মরণীয় করে রাখবে টাইগাররা, এ প্রত্যাশাই থাকবে টাইগার সমর্থকদের। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দল নয়, বাংলাদেশের কন্ডিশনকে প্রতিপক্ষ ভাবছে পাকিস্তান

দল নয়, বাংলাদেশের কন্ডিশনকে প্রতিপক্ষ ভাবছে পাকিস্তান

টি-টোয়েন্টি শেষে নতুন যুদ্ধে নামছে বাংলাদেশ-পাকিস্তান

টি-টোয়েন্টি শেষে নতুন যুদ্ধে নামছে বাংলাদেশ-পাকিস্তান

বিসিএলে একই দলে তামিম-মমিনুল-মুশফিক-আশরাফুল

বিসিএলে একই দলে তামিম-মমিনুল-মুশফিক-আশরাফুল

অনুশীলনে বাড়তি মনোযোগী ছিলেন মাহমুদুল হাসান জয়

অনুশীলনে বাড়তি মনোযোগী ছিলেন মাহমুদুল হাসান জয়