অনুশীলনে বাড়তি মনোযোগী ছিলেন মাহমুদুল হাসান জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১০ এএম, ২৬ নভেম্বর ২০২১
অনুশীলনে বাড়তি মনোযোগী ছিলেন মাহমুদুল হাসান জয়

প্রথমবারে মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য মাহমুদুল হাসান জয়। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েই অনুশীলনের বাড়তি আগ্রহী। শুধু তাই নয় প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর বাড়তি নজরও ছিল তার প্রতি।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে দুই দিন অনুশীলন করে বাংলাদেশ। দুই অনুশীলন সেশনেই মাহমুদুল হাসান জয়কে নিয়ে ছিল বাড়তি আগ্রহ। তাই তো ধারণা করা হচ্ছে হয়তো চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও পা রাখতে পারেন জয়।

মাহমুদুল হাসান জয়ের ব্যাটিং পজিশন কি হবে, সেটা নিয়ে বেশ জল্পনা-কল্পনা ছিল। তবে ম্যাচের আগের দিন বৃহস্পতিবার (২৫ নভেম্বর) অধিনায়ক মমিনুল হক সরাসরি জানিয়ে দিয়েছেন ওপেনার হিসেবেই তাকে বিবেচনা করা হয়েছে। যদিও বয়সভিত্তিক কিংবা ঘরোয়া ক্রিকেটে তিন নম্বর পজিশনে খেলে অভ্যস্ত তিনি।

বুধবার (২৪ নভেম্বর) দলের প্রথম অনুশীলন সেশনে শুরুতেই মাহমুদুলকে নেটে পাঠানো হয়। সেখানে স্পিনার তাইজুল-মিরাজদের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেন তিনি। সেখানে অনুশীলন শেষে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এবং কোচ ডোমিঙ্গোর সাথেও অনেকক্ষণ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার আরও বেশি সময় কোচের সাথে কাজ করেন মাহমুদুল হাসান জয়। এবার হেড কোচ নয় ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের সাথে কাজ করতে দেখা যায়।

অ্যাশওয়েল প্রিন্সের সাথে কাজ করার সময় উইকেটে রাখা হয়েছিল গ্রানাইট স্ল্যাব। সেখানে শর্ট বল খেলার অনুশীলন করছিলেন মাহমুদুল হাসান। ওপেনিংয়ে নামলে পাকিস্তানি পেসারদের শর্ট এবং অতিরিক্ত পেস সামলাতে হবে বলেই এ ধরনের অনুশীলন করছিলেন তিনি।

এছাড়াও কোচ অ্যাশওয়েল প্রিন্সের সাথে ব্যাটিং টেকনিক নিয়েও কথা বলতে দেখা যায়। সেখানে বিভিন্ন টেকনিক দেখিয়েদিচ্ছিলেন ব্যাটিং কোচ।

তামিম ইকবাল না থাকায় বাংলাদেশ দলের ওপেনিং নিয়ে রয়েছে সমস্যা। স্কোয়াডে রয়েছেন সাইফ হাসান এবং সাদমান ইসলাম। তবে সাইফ হাসানের টেকনিকের দূর্বলতার কারণে হয়তো ওপেনিংয়ে খেলার সুযোগটা পেতে পারেন ২১ বছর বয়সী এ ব্যাটার।

অনেকদিন ধরেই আলোচনায় ছিলেন মাহমুদুল হাসান জয়। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ডিপিএলে ৪৩.৫৫ গড়ে করেছেন ৩৯২ রান। এছাড়াও জাতীয় ক্রিকেট লিগে পাঁচ ম্যাচে করেছেন ৩৭৬ রান। এক ফিফটির পাশাপাশি ছিল দুই সেঞ্চুরি। দারুণ ছন্দে থাকা জয়কে জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চট্টগ্রাম টেস্টে টাইগার স্কোয়াডে পরিবর্তন, যুক্ত হলেন দুই পেসার

চট্টগ্রাম টেস্টে টাইগার স্কোয়াডে পরিবর্তন, যুক্ত হলেন দুই পেসার

দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার শুভ যাত্রা

দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার শুভ যাত্রা

মানুষের মুখ বন্ধ রাখতে পারব না, আমাদেরই কান বন্ধ রাখতে হবে : মমিনুল

মানুষের মুখ বন্ধ রাখতে পারব না, আমাদেরই কান বন্ধ রাখতে হবে : মমিনুল

বোলিংয়ে রাহি-এবাদতে ভরসা রাখছেন অধিনায়ক মমিনুল

বোলিংয়ে রাহি-এবাদতে ভরসা রাখছেন অধিনায়ক মমিনুল