টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের সবগুলো ম্যাচই হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাচ্ছে একই চিত্র। তাই তো বেশ সমালোচনার মুখে পড়েছে টাইগাররা। তবে এসব নিয়ে চিন্তিত নন, বরং সমালচনায় কান দেওয়া থেকে দূরে থাকতে চান তিনি।
সাম্প্রতিক সময়ে একের পর এক হতাশায় বন্দি হচ্ছে বাংলাদেশ দল। এমন সময়ের দলের সবার মনোবল দরে রাখাউ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই তো ক্রিকেটারদের সমালোচনায় কান দেওয়া থেকে দূরে থাকতে বলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
চট্টগ্রাম টেস্টের আগে জানিয়েছেন বাংলাদেশ এর আগেও এই রকম বাজে পরিস্থিতি থেকে উঠে এসেছে।
মমিনুল বলেন, ‘দেখেন বাংলাদেশ দল কিন্তু এমন না। এরকম আরও হয়েছে। আমরা সেখান থেকে বের হয়েছি। মানসিকভাবে সবাই এই সময়ে খুব দুর্বল হয়ে পড়ে। কেননা আমরা বাইরের কথা অনেক বেশি নিয়ে নিই। আমি চেষ্টা করি বাইরের কথায় কান না দিয়ে নিজের কাজে ফোকাস করা।’
তিনি জানান, সমালোচকদের মুখ বন্ধ করা সম্ভব না। তাই ক্রিকেটারদের উচিত সমালোচনা শুনে কোনো ধরনের প্রতিক্রিয়া না করা। মমিনুল বলেন, ‘নিজেদের ব্যাক করার জন্য নিজেদের নিয়েই কাজ করা উচিত। এখন সবাই নিজের কাজের ওপর ফোকাস করছে। বাইরের মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। আমার মনে হয় আপনার নিজের কানটা বন্ধ করতে হবে।’
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারালেও বিশ্বকাপে বাজে পারফর্মেন্স করেছিল বাংলাদেশ। তাই তো বাংলাদেশ দলকে নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। বাংলাদেশ দলও এ সমালোচনার উত্তর দিয়ে শিকার হয়েছিল ট্রলের। সে ভুল থেকে শিক্ষা নিয়েই হয়তো সমালোচকদের কথার উত্তর দিতে চাননা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]