ক্রিকেট খেলতে এসে জাতীয় পতাকা উড়িয়ে অনুশীলন করায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবেদন করা মামলা গ্রহণের বিষয়ে আজউ রায় দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দায়ের করা মামলার আবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট দল জাতীয় পতাকার বিধমালা লঙ্ঘন করেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে না ফেরে দুবাই থেকে সরাসরি ফ্লাইটে ১৩ নভেম্বর (শনিবার) ঢাকা পৌঁছেছে পাকিস্তান দল। বাংলাদেশে পৌঁছে একদিন পরেই মাঠে অনুশীলনে নামে বাবর আজমরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে পাকিস্তানের জাতীয় পতাকা উড়িয়ে অনুশীলন করে পাকিস্তান ক্রিকেট দল। বিষয়টি মিডিয়ার মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তান ক্রিকেট দল তাদের জাতীয় পতাকা উড়িয়ে অনুশীলন করেছেন।
সিএমএম-এর আবুবকর সিদ্দিকের আদালতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন এ মামলার আবেদন করেছেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা শেষে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন আদালত।
মামলার বাকি ‘আসামি’রা হলেন- মনসুর রানা, শাদাব খান, ফখর জামান, আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতেকার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহনেওয়াজ দাহানি, ওসমান কাদির ও শহীদ আসলাম।
আইসিসির বিধি-নিষেধ থাকায় জাতীয় পতাকা উড়িয়ে অনুশীলন করার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চুপ ছিল। তবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে মাঠে পাকিস্তান সমর্থকদের পতাকা উড়ানো নিয়ে আবারও বিকর্ত ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বর্তমান সরকারের মন্ত্রী পর্যায়েও আলোচনা হয়।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দুটি টেস্টের প্রথম ম্যাচ খেলতে পাকিস্তান ক্রিকেট দল বর্তমানে চট্টগ্রাসে অবস্থান করছে। সেখানে প্রথম টেস্ট শেষ হওয়ার পর দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে আবারও ঢাকায় ফিরবে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]