আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে নিজেদের প্রথম সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে থাকছেন না সাকিব আল হাসান। আর ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ এবং ওপেনার তামিম ইকবাল। তাদের অনুপস্থিতি হতাশাজনক বলে জানান অধিনায়ক মমিনুল হক।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সিরিজের প্রথম টেস্টের আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক মমিনুল হক জানান, সাকিব-তামিম-তাসকিনের অনুপস্থিতি তার জন্য হতাশাজনক।
তিনি বলেন, ‘তাসকিন, সাকিব ভাই, তামিম ভাই না থাকলে কঠিন হয়। তবে আমাদেরকে সামনে তাকাতে হবে।’
বুধবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মমিনুল হক। এছাড়াও ইনজুরির কারণে নেই সাকিব-তামিম। তরুণ ক্রিকেটারদের জন্য এটা সুযোগ বলে মনে করেন অধিনায়ক মমিনুল হক।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ৭ টেস্ট খেলে ৬ ম্যাচেই হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। একমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট ড্র করেছিল টাইগাররা।
দ্বিতীয় চক্রও বেশ কঠিন হতে যাচ্ছে বলে মনে করেন অধিনায়ক। তিনি বলেন, ‘নতুন চ্যাম্পিয়নশিপ বেশ চ্যালেঞ্জিং হবে। এছাড়া দলে সিনিয়র ক্রিকেটাররাও নেই।’
সিনিয়র ক্রিকেটাররা না থাকলেও বাংলাদেশ পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বলে জানিয়েছেন অধিনায়ক মমিনুল হক।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]