সাগরিকায় হারের বৃত্ত থেকে বের হতে পারবে বাংলাদেশ?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২০ এএম, ২৬ নভেম্বর ২০২১
সাগরিকায় হারের বৃত্ত থেকে বের হতে পারবে বাংলাদেশ?

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো কঠিন দুই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাসে টইটুম্বুর হয়ে বিশ্বকাপে মিশনে নেমেছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপে সে ধারা বজায় রাখতে পারেনি। এমনকি বিশ্বকাপ মিশন শেষে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও হারের বৃত্তে বন্দি ছিল। ফরম্যাট বদলে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তাও আবার নিজেদের পয়মন্ত ভেন্যুতে। তাহলে কি হারের বৃত্ত থেকে বের হতে পারবে বাংলাদেশ?

ওয়ানডে ফরম্যাটে নিজেদের প্রমান করলেও টেস্ট ক্রিকেটে এখনও সেই আগের অবস্থাতেই আটকে আছে বাংলাদেশ। আগের অবস্থাতে আটকে থাকলেও জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম মানেই যেন অন্য এক বাংলাদেশ।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে (সাগরিকা) খেলা ২০ টেস্টের ২ টিতে জয় এবং ১২ টি ড্র করেছে বাংলাদেশ। এর বিপরীতে হার মাত্র ৬ টি। তবে সাগরিকায় খেলা শেষ দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ।

২০১৯ সালে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। নবীন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে একরকম আত্মসমার্পণ করে বাংলাদেশ। সে ম্যাচে আফগানদের কাছে ২২৪ রানে হারে বাংলাদেশ।

এ ম্যাচের পর প্রায় দুই বছরের বিরতি দিয়ে এ মাঠে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। চলতি বছরের ফেব্রুয়ারিতে হওয়া এ ম্যাচে জয়ের পাল্লা বাংলাদেশের দিকে হেলে থাকলেও শেষ মুহূর্তে নিজেদের কব্জায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। 

এক রকম দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছিল ক্যারিবিয়ানরা। তাদের বিপক্ষে চট্টগ্রামে নিজেদের হাতে থাকা ম্যাচ হেরে বসে বাংলাদেশ। এ নিয়ে হয়েছিল তুমুল সমালোচনা।

এবার প্রতিপক্ষ বদলেছে, আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজের জায়গায় পাকিস্তান। বাংলাদেশ কি তাদের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়ে নিজেদেরকে হারের বৃত্ত থেকে বের করে আনতে পারবে? নাকি হারের বৃত্তেই বন্দি থাকবে। সে উওর পেতে এখন সময়ের অপেক্ষা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সুযোগ স্মরণীয় করে রাখতে চান রাজা ও জয়

সুযোগ স্মরণীয় করে রাখতে চান রাজা ও জয়

অবশেষে টেস্টকে বিদায় বললেন মাহমুদউল্লাহ

অবশেষে টেস্টকে বিদায় বললেন মাহমুদউল্লাহ

টেস্ট সিরিজেও থাকছে দর্শক, টিকিট একশ থেকে পাঁচশ

টেস্ট সিরিজেও থাকছে দর্শক, টিকিট একশ থেকে পাঁচশ

বাংলাদেশে নতুন খেলোয়াড় তৈরি বন্ধ হয়ে গেছে : ইনজামাম

বাংলাদেশে নতুন খেলোয়াড় তৈরি বন্ধ হয়ে গেছে : ইনজামাম