১৫তম আসরেও চেন্নাইয়ে থাকছেন ধোনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৭ এএম, ২৬ নভেম্বর ২০২১
১৫তম আসরেও চেন্নাইয়ে থাকছেন ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। এ নিলামের আগে প্রতিটি দলকে সর্বোচ্চ চারজন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ দিয়েছে। এ সুযোগে মহেন্দ্র সিং ধোনিকে নিজেদের ডেরায় রাখছে চেন্নাই সুপার কিংস।

আইপিএলের প্রথম মৌসুম থেকেই চেন্নাই সুপার কিংসে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। ফিক্সিং বিতর্কে দুই মৌসুমে আইপিএলে ছিল না চেন্নাই। সে দুই আসরে রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন তিনি।

চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে চারবার আইপিএল শিরোপা জিতেছেন ধোনি। এছাড়াও চেন্নাইকে এনে দিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা। তাই তো ৪০ বছর বয়সী ধোনির উপর আস্থা রাখতে চাচ্ছে চেন্নাই টিম ম্যানেজমেন্ট।

দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো ক্রিকেটার ধরে রাখার জন্য ৩০ নভেম্বর পর্যন্ত সময় পাবে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, ধোনি ছাড়াও রবীন্দ্র জাদেজা এবং ঋতুরাজ গায়কোয়াডকে দলে রাখবে চেন্নাই সুপার কিংস। বিদেশি কাদেরকে ধরে রাখছে সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি চেন্নাই কর্তৃপক্ষ।

ধোনি-জাদেজাকে ধরে রাখলেও চেন্নাইয়ের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার সুরেশ রায়নাকে ধরে রাখছে না তারা। বিদেশি ক্রিকেটারদে মধ্যে স্যাম কারান অথবা মঈন আলিকে ধরে রাখবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়ক হতে সাক্ষাৎকার দিলেন স্মিথ-কামিন্স

অধিনায়ক হতে সাক্ষাৎকার দিলেন স্মিথ-কামিন্স

অবশেষে টেস্টকে বিদায় বললেন মাহমুদউল্লাহ

অবশেষে টেস্টকে বিদায় বললেন মাহমুদউল্লাহ

আট মৌসুম পর ঢাকার ঘরে ষষ্ঠ জাতীয় লিগ শিরোপা

আট মৌসুম পর ঢাকার ঘরে ষষ্ঠ জাতীয় লিগ শিরোপা

নেদারল্যান্ড সিরিজের আগে প্রোটিয়া শিবিরে করোনার হানা

নেদারল্যান্ড সিরিজের আগে প্রোটিয়া শিবিরে করোনার হানা