পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরেছিল দর্শক। এবার টেস্টেও ফিরছে দর্শক। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। এ ভেন্যুর জন্য টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টি-টোয়েন্টি সিরিজের মতো টেস্ট সিরিজেও পঞ্চাশ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি পাবে। প্রথম টেস্ট মাঠে গড়াবে শুক্রবার (২৬ নভেম্বর)। এ টেস্টের জন্য টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার (২৫ নভেম্বর)।
চট্টগ্রাম টেস্টের জন্য বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। টিকিট থাকা শর্তে বিকাল পাঁচটা পর্যন্ত বিক্রি হবে।
চট্টগ্রামের দুইটি কাউন্টারে বিক্রি হবে প্রথম টেস্টের টিকিট। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম টিকিট কাউন্টারের পাশাপাশি সাগরিকা বিআইটিএসি মোড় কাউন্টারে পাওয়া যাবে টিকিট।
সর্বনিন্ম ১০০ টাকয় পাওয়া যাবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট। ২০০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে পূর্ব ক্লাব হাউসের। এছাড়াও ইন্টারন্যাশন্যাল স্ট্যান্ড এবং রুফ টপ হসপিটালিটি বক্সের টিকিটের দাম যথাক্রমে ৩০০ এবং ৫০০ টাকা।
টি-টোয়েন্টি সিরিজের মতো টেস্ট সিরিজেও দর্শকদের জন্য করোনা টিকা নেওয়ার ভ্যাকসিন সনদ থাকতে হবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]