নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। করোনা আক্রান্ত হওয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন পেসার লুঙ্গি এনগিদি। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন জুনিয়র ডালা।
বুধবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে লুঙ্গি এনগিদির করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
শনিবার (২৬ নভেম্বর) থেকে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো দ্বিপাক্ষীয় সিরিজ খেলবে এ দুই দল।
এনগিদির বদলি হিসেবে ডাক পাওয়া জুনিয়র ডালা সর্বশেষ ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলেছিলেন এ পেসার। আন্তর্জাতিক ক্যারিয়ারে মোটে ২ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দলে নিয়মিত ছয় ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এ ধারাবাহিকতায় বিশ্রাম পেয়েছিলেন অধিনায়ক টেম্বা বাভুমা। তার বদলি হিসেবে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিনার কেশব মহারাজ।
নেদারল্যান্ডসের বিপক্ষে এ সিরিজ দিয়ে দলে ফিরেছেন পেসার ওয়াইন পারনেল। প্রথম ক্রিকেটার হিসেবে কলপ্যাক চুক্তি করার পরও জাতীয় দলে ফিরলেন তিনি। এছাড়াও নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছিলেন জুবায়ের হামজা এবং রায়ান রিকেলটন।
এছাড়াও দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন খায়া জোন্দো, ড্যারেন ডুবলিভন এবং সিসান্দা মাঙ্গালা।
সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে শুক্রবার। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ এবং ১ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সুপার স্পোর্টস পার্কে।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
কেশব মহারাজ (অধিনায়ক), রেজা হেনড্রিক্স, ডেভিড মিলার, জুনিয়র ডালা, ডোয়েন প্রিটোরিয়াস, আন্ডিল ফেহলুকাইয়ো, লিজার্ড উইলিয়ামস, জুবাইর হামজা, ডারিন ডুপাভিলন, সিসান্দা মাঙ্গালা, ইয়ানেমান মালান, ওয়েনি পার্নেল, রিয়ান রিকেলটন, তাবরাইজ শামসি, কাইল ভেরেইনে ও খায়া জোন্দো।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]