তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান। টেস্ট সিরিজের দুই ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিরিজে একমাত্র বিদেশি আম্পায়ার হিসেবে আছেন মাইকেল গফ।
টেস্ট সিরিজের জন্য ছয়জন ম্যাচ অফিসিয়ালের তালিকা চূড়ান্ত করেছে বিসিবি। বাংলাদেশে আইসিসি এলিট প্যানেলের কোনো আম্পায়ার না থাকায় এক বিদেশি ম্যাচ অফিসিয়ালকে রাখতে হবে। সে কোটায় অন ফিল্ড আম্পায়ার হিসেবে বাংলাদেশ-পাকিস্তান টেস্টে দায়িত্ব পালন করবেন মাইকেল গফ।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বায়ো-বাবল ভাঙার দায়ে তাকে ছয় দিনের কোয়ারেন্টাইনে পাঠিয়েছিল ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে শেষ পর্যন্ত নিজেকে প্রত্যাহার করে নেন তিনি। তবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ পরিচালনার মধ্যে দিয়ে আবারও ফিরবেন মাইকেল গফ।
সিরিজের দুই টেস্টেই মাইকেল গফের সঙ্গী হিসেবে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরিফুদৌল্লা ইবনে সৈকত। আর টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন তানভীর ইসলাম। ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে এ দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল।
চলতি বছর দেশের মাঠে অনুষ্ঠিতব্য সবগুলো ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন নিয়ামুর রশিদ রাহুল। বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজেও সে দায়িত্ব পালন করবেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]