বাংলাদেশে নতুন খেলোয়াড় তৈরি বন্ধ হয়ে গেছে : ইনজামাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৫ এএম, ২৫ নভেম্বর ২০২১
বাংলাদেশে নতুন খেলোয়াড় তৈরি বন্ধ হয়ে গেছে : ইনজামাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ঘরের মাঠে একই ফরম্যাটে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।মিরপুরে তামিম-মুশফিক-সাকিব -এই তিন সিনিয়র ক্রিকেটার ছাড়া তরুণ নির্ভর বাংলাদেশ দল কোন যুদ্ধই করতে পারেনি। দলের এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক মনে করছেন, বাংলাদেশ ক্রিকেটে নতুন খেলোয়াড় আসাটা বন্ধ হয়ে গেছে।

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেতাই পারফরমেন্সের করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রাথমিক পর্বে শেষ দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে গেলেও সেখানে কোন ম্যাচ জিততে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ।

বিশ্বকাপ শেষে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ফিরে পাওয়ার আসা করলেও সেখানেও গুড়েবালি। পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ঘরের মাঠে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জা পেয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার বাংলাদেশের ক্রিকেট নিয়ে এমন মন্তব্য করেছেন ইনজামাম উল হক। একই সাথে বাংলাদেশের এমন পারফরমেন্স দেখে হতবাক ইনজামাম।

নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, ‘আমি যদি বাংলাদেশের দিক থেকে চিন্তা করি, তাদের কাছে এখনও ৩-৪ সেট খেলোয়াড় রয়েছে। যারা গত ৬-৭ বছর ধরে খেলছে এবং দলে অবদান রাখছে। তবু তারা নিজেদের উইকেট ভালো করেনি, কন্ডিশন ভালো করেনি, টুর্নামেন্টও ভালো করেনি। আমি দেখছি- তাদের নতুন খেলোয়াড় ওঠে আসা বন্ধ হয়ে গেছে।’

পুরোনো খেলোয়াড়রাই পারফর্ম করছে বলে মনে করেন ইনজামাম। বলেন, ‘পাঁচ-ছয় বছর আগে যেসব খেলোয়াড় দলে এসেছে, তারাই খেলছে। তখনকার খেলোয়াড়রাই ভালো করছে। নতুন খেলোয়াড়দের মধ্যে এমন পারফরমার নেই। সবই আগের খেলোয়াড়।’'

তিনি আরও বলেন, ‘দলের জন্য পুরোনো খেলোয়াড়রাই অবদান রাখছে, তাদের মধ্যে কয়েকজন (সাকিব-মুশফিক) এই সিরিজে খেলেনি। আমি মনে করি বাংলাদেশের উচিত এ পরিস্থিতি নিয়ে চিন্তা করা এবং তাদের ক্রিকেটের উন্নতির দিকে নজর দেওয়া।’

বিশ্বকাপের খারাপ পারফরমেন্স করলেও সেখান থেকে বাংলাদেশ কিছু শিখেনি বলে মনে করেছেন ইনজামাম। বলেণ, ‘আমি আশা করেছিলাম, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ আরও কঠিন পরীক্ষা নিবে প্রতিপক্ষের। ভেবেছিলাম, বিশ্বকাপের বাজে পারফরমেন্স থেকে তারা হয়তো কিছু শিখেছে, কিন্তু তেমন কোন পরিবর্তন দেখা যায়নি।’

মিরপুরের উইকেট নিয়েও কথা বলেছেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। ইনজামাম বলেন, ‘বিশ্বকাপে তাদের (বাংলাদেশ) কোথাও ভালো করতে দেখা যায়নি। এর পেছনে প্রধান কারণ, দেশে একেবারে বাজে পিচ তৈরি করা। এটা দেখে আমি খুবই হতাশ।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপ্লবকে বোলিং না করানোর কারণ জানালেন মাহমুদউল্লাহ

বিপ্লবকে বোলিং না করানোর কারণ জানালেন মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টিতে নিজ ঘরে টাইগারদের হোয়াইটওয়াশ লজ্জা

টি-টোয়েন্টিতে নিজ ঘরে টাইগারদের হোয়াইটওয়াশ লজ্জা

১০৮ রানের বেশি হলো না বাংলাদেশের

১০৮ রানের বেশি হলো না বাংলাদেশের

বাংলাদেশিদের হাতে পাকিস্তানি পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ

বাংলাদেশিদের হাতে পাকিস্তানি পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ