আইপিএলের ১৫তম আসর শুরুর তারিখ চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৫ এএম, ২৫ নভেম্বর ২০২১
আইপিএলের ১৫তম আসর শুরুর তারিখ চূড়ান্ত

করোনাভাইরাস মহামারির কারণে দুই ধাপে অনুষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। এ আসর শেষ হওয়ার দুই মাস না পেরোতেই আইপিএলের ১৫তম আসরের জন্য তারিখ নির্ধারণ করেছেন দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিসিসিআই জানিয়েছে ২০২২ সালের ২ এপ্রিল মাঠে গড়াবে আইপিএলের ১৫তম আসর। আসরের জন্য এখনও সূচি নির্ধারণ করা হলেও শুরুর সম্ভাব্য তারিখ চূড়ান্ত করেছে তারা।

আইপিএলের ১৩ এবং ১৪তম আসর করোনাভাইরাস মহামারির কারণে ভারতের বাইরে আয়োজিত হলেও এবার দেশের মাটিতেই আয়োজন করতে বদ্ধ পরিকর বিসিসিআই। জানা গেছে ভারতের মাটিতে দুই মাসব্যাপী এ আয়োজন চলবে।

উদ্বোধনী ভেন্যু কিংবা ফাইনালে ভেন্যু এখনও নির্ধারণ করা না হলেও আভাস রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাইয়ের মাঠে অনুষ্ঠিত হবে ১৫তম আইপিএলের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে চেন্নাইয়ের প্রতিপক্ষ হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স।

আইপিএলের সর্বশেষ আসরে মোট আট দল থাকলেও এবার বাড়ছে দল সংখ্যা। শুধু তাই নয়, ম্যাচের সংখ্যায় বাড়ছে। এতেই বাড়বে আইপিএলের ব্যপ্তি। আইপিএলের ১৫তম আসরে আয়োজিত হবে ৭৪ ম্যাচ।

ঘরের মাঠে আইপিএল আয়োজনের বিষয়ে বিসিসিআই সম্পাদক জয় শাহ বলেন, ‘আমি জানি চেন্নাইকে নিজেদের মাঠে খেলতে দেখতে চান। সে মুহূর্ত খুব বেশি দূরে নয়। আইপিএলের ১৫তম আসর ভারতের মাটিতেই আয়োজিত হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

কিউইদের হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের প্রতিশোধ নিলো ভারত

কিউইদের হোয়াইটওয়াশ করে বিশ্বকাপের প্রতিশোধ নিলো ভারত

লিজেন্ড ক্রিকেট লিগের দায়িত্বে রবি শাস্ত্রী

লিজেন্ড ক্রিকেট লিগের দায়িত্বে রবি শাস্ত্রী

এনসিএতে দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হলেন লক্ষ্মণ

এনসিএতে দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হলেন লক্ষ্মণ

পুলিশের কাছে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পুলিশের কাছে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ