যুক্তরাষ্ট্র মেয়েদের ২৭০ রানে হারালো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৪ নভেম্বর ২০২১
যুক্তরাষ্ট্র মেয়েদের ২৭০ রানে হারালো বাংলাদেশের মেয়েরা

ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। যুক্তরাষ্ট্র মেয়েদের ২৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম ম্যাচে পাকিস্তানের মেয়েদের হারিয়েছে টাইগ্রেসরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জিম্বাবুয়ের হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২২ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত খেলে অপরাজিত ১৩০ রান করেন শারমিন আক্তার সুপ্তা

জবাবে ব্যাট করতে নেমে সালমা-ফারজানা-রুমানা আহমেদের বোলিং তোপে ৩১তম ওভারে মাত্র ৫২ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্রের মেয়েরা। ফলে ২৭০ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে ক্রিকেটে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয় বাংলাদেশ নারী দলের। যদিও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি লিস্ট ‘এ’ ক্যাটাগরির।

ব্যাট করতে নেমে মুরশিদা খাতুনকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৯৭ বলে ৯৬ রান যোগ করেন শারমিন আক্তার সুপ্তা। ৫টি চারে ৫৬ বলে ৪৭ রান করে থামেন মুরশিদা। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৩ রানে আউট হন।

তৃতীয় উইকেটে ফারজানা হককে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন শারমিন। ৬২ বলে ৬টি চারে ৬৭ রান করে থামেন ফারজানা। এ জুটি গড়ার পথে ইনিংসে ৪৩তম ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে তিন অংকে পা রাখেন শারমিন। সেঞ্চুরি করতে ১১৭ বল খেলেন ২৫ বছর বয়সী এ ডান-হাতি ব্যাটার।

ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে দলকে বড় সংগ্রহ এনে দেন শারমিন। ৫০ ওভারে ৫ উইকেটে ৩২২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশ নারী দলের।

বাংলাদেশের আগের সর্বোচ্চ দলীয় রান ছিল ৯ উইকেটে ২১১। যা ২০১৯ সালে লাহোরে পাকিস্তান নারী দলের বিপক্ষে করেছিল বাংলাদেশের মেয়েরা। ১৪১ বল খেলে ১১টি চারে নিজের নান্দনিক ও স্মরণীয় ইনিংসটি খেলেন শারমিন।

৩২৩ রানের বড় টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। ৩০ দশমিক ৩ ওভারে ৫২ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মাত্র দুই ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন।

দলের পক্ষে ব্যাট হাতে তারা নরিস সর্বোচ্চ ১৬ রান করেন। অন্যদিকে, বাংলাদেশের সালমা খাতুন ১০ রানে, ফাহিমা খাতুন ৫ রানে ও রুমানা আহমেদ ১১ রানে ২টি করে উইকেট নেন।

ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে টাইগ্রেসরা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডে সেঞ্চুরির মর্যাদা পাচ্ছে না শারমিন সুপ্তার শতক

ওয়ানডে সেঞ্চুরির মর্যাদা পাচ্ছে না শারমিন সুপ্তার শতক

কঠোর পরিশ্রমের ফলই পাকিস্তানের বিপক্ষে জয় : নিগার সুলতানা

কঠোর পরিশ্রমের ফলই পাকিস্তানের বিপক্ষে জয় : নিগার সুলতানা

পাকিস্তানিদের হারিয়ে বাংলার মেয়েদের গর্জন

পাকিস্তানিদের হারিয়ে বাংলার মেয়েদের গর্জন