টি-টোয়েন্টি সিরিজ শেষ এবার প্রস্তুতি টেস্টে লড়াই করার। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে মাঠে নামবে দুই দল। প্রথম টেস্টে মাঠে নামার আগে দুইদিন অনুশীলন করবে বাংলাদেশ এবং পাকিস্তান।
টি-টোয়েন্টি সিরিজ শেষে মঙ্গলবার (২৩ নভেম্বর) চট্টগ্রামে যাবে বাংলাদেশ এবং পাকিস্তান। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার থেকে অনুশীলনে নামবে বাংলাদেশ এবং পাকিস্তান। সেখানে দুই দিন অনুশীলন করবে দুই দল।
বুধবার (২৪ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুশীলন করবে পাকিস্তান দল। এরপর আধা ঘন্টা বিরতি দিয়ে মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশ। বাংলাদেশ দলের প্রথম দিনের অনুশীলন শুরু হবে ১.৩০ মিনিটে। শেষ হবে ৪.৩০ মিনিটে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দ্বিতীয় দিনের অনুশীলনে নামবে দুই দল। সেদিন সকালে অনুশীলন করবে বাংলাদেশ দল। বিকালে মাঠে আসবে পাকিস্তান দল।
ইতিমধ্যে টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকা বাংলাদেশ টেস্ট ক্রিকেটাররা চট্টগ্রামে অবস্থান করছেন। শুক্রবার (১৯ নভেম্বর) থেকে সেখানে অনুশীলন শুরু করেছে তারা।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড
মমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান, মেহেদী হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা ও সাকিব আল হাসান (ফিট থাকা সাপেক্ষে)।
পাকিস্তান টেস্ট স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হাসান আলি, ইমাম-উল হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নুমান আলি, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি এবং জাহিদ মাহমুদ।