তিন দলের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য এ সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (২৩ নভেম্বর) ভারতের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ অনূর্ধ্ব- ১৯ দল। রোববার (২৮ নভেম্বর) থেকে কলকাতার ইডেন গার্ডেনে তিন দলের এ ওয়ানডে সিরিজ শুরু হবে। সে সিরিজে বাংলাদেশের দুই প্রতিপক্ষে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল এবং ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল।
এ সিরিজকে সামনে রেখে সোমবার (২২ নভেম্বর) স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। মূল স্কোয়াডের ১৬ জনের পাশাপাশি ৫ জন স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।
মূল স্কোয়াড এবং স্ট্যান্ডবাই ঘোষণা করা হলেও অধিনায়ক হিসেবে কে দায়িত্ব পালন করবেন তা জানানো হয়নি।
ভারতের পৌঁছে তিনদিনের কোয়ারেন্টাইন করবে বাংলাদেশের অনুরধ-১৯ দল। এরপর তিন দিনের অনুশীলন সেশন শেষ করে ২৯ নভেম্বর মাঠে নামবে। সিরিজ বাংলাদেশের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১,২ এবং ৪ ডিসেম্বর।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরজ নাবিল, মেহরব হাসান, আইচ মোল্লাহ, আবদুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহবিজুল ইসলাম, আরিফুল ইসলাম, মুশফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, নাঈমুর রহমান, জিশান আলম, মোহাম্মদ ফাহিম।
স্ট্যান্ডবাই
সাকিব শাহরিয়ার, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব, গোলাম কিবরিয়া, তৌহিদুল ইসলাম।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]