টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ফর্মে থাকা মোহাম্মদ রিজওয়ান বাংলাদেশের বিপক্ষেও ছিলেন দারুণ ছন্দে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ব্যাট হাতে ৯০ রান করেছেন তিনি। এছাড়াও উইকেটের পিছনেও করেছেন ৬ ডিসমিসাল। এতেই সিরিজ সেরার পুরষ্কার নিজের করে নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান।
বিশ্বকাপের মঞ্চে দারুণ ছন্দে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সে ফর্ম ধরে রেখেছিলেন তিনি। নিজেকে আবারও প্রমাণ করেছেন।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ১১ রান করেছিলেন রিজওয়ান। ব্যাট হাতে নিজের ইনিংস বড় করতে না পারলেও উইকেটের পিছনে দারুণ ছিলেন তিনি। দুইটি ক্যাচ নেওয়ার পাশাপাশি একটি স্ট্যাম্পিং করেছিলেন।
দ্বিতীয় ম্যাচে উইকেটের পিছনে ছন্দে থাকার পরও ব্যাটার হিসেবেও বড় রান করেছিলেন তিনি। মাত্র ১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রিজওয়ানের ৩৯ রানে ভর করে সহজেই জয় পায় পাকিস্তান।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিল পাকিস্তান। তাই তো একাদশে বড় পরিবর্তন আনে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। নতুন কম্বিনেশন আনার কারণে উইকেটের পিছনে দায়িত্ব থেকে অব্যাহতি পান মোহাম্মদ রিজওয়ান। এদিন ব্যাট হাতে ৪০ রানের ইনিংস খেলেন তিনি।
তৃতীয় ম্যাচে অধিনায়ক বাবর আজমের বিদায়ের পর দলের হাল ধরেন হায়দার আলি এবং মোহাম্মদ রিজওয়ান। সেখানে রিজওয়ানের দারুণ ইনিংসে পাকিস্তানের জয়ের পথ সুগম হয়।
তিন ম্যাচেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়াতে ভূমিকা রাখায় সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]