বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেই ফিরে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। দেশের ফেরার কারণ হিসেবে জানা গেছে মালিক-সানিয়া মির্জা দম্পতি একমাত্র সন্তান অসুস্থ।
দুবাইয়ে ছেলের অসুস্থতার কারণে শেষ ম্যাচ না খেলে ঢাকা ত্যাগ করছেন শোয়েব মালিক। ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে দুবাই যাবেন তিনি। পাকিস্তান ক্রিকেট দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়, আজই (সোমবার) দুবাই যাওয়াতে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মালিককে পাচ্ছে না পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে গত ১৩ নভেম্বর ঢাকায় আসে পাকিস্তান ক্রিকেট দল। তবে দলের সাথে না এসে দুবাইয়ে পরিবারের সাথে ছুটি কাটিয়ে ১৬ নভেম্বর ঢাকায় পা রাখেন মালিক। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই দুবাইতে ফেরার কথা ছিল তার।
তবে একমাত্র ছেলের অসুস্থতায় আগেভাগেই দুবাই যাচ্ছেন মালিক। বর্তমানে দুবাইতে আছেন মালিকের স্ত্রী সানিয়া মির্জা ও তিন বছর বয়সী সন্তান ইজহান মির্জা মালিক।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচে একবার ব্যাট হাতে নামার সুযোগ পান মালিক। প্রথম ম্যাচে শুন্য এবং দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি।
বিবৃতিতে আরও জানানো হয়, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বাংলাদেশ ত্যাগ করবে পাকিস্তান দল। ঢাকা থেকে দুবাই গিয়ে সেখান থেকেদেশে ফিরবে টি-টোয়েন্টি খেলা ক্রিকেটাররা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]