খেলোয়াড়ি জীবনে কখনও গতির সাথে আপোস করেননি পাকিস্তানি পেসার শোয়েব আকতার। এ কারণে কয়েকবারই হাঁটুর চোটে পড়েছিলেন তিনি। ক্যারিয়ার শেষেও চোটের সমস্যায় ভুগছেন তিনি। শেষ পর্যন্ত হাঁটুর প্রতিস্থাপরণ করতে হচ্ছে তাকে।
সম্প্রতি ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব মালিক। সেখানে জানিয়েছেন, মেলবোর্নে তার হাঁটুর প্রতিস্থাপন করা হবে। এরপরে আর দৌড়াতে পারবেন না তিনি।
ইনস্টাগ্রামে তার করা এ পোস্টের পর অসংখ্য মানুষ তার পোস্টে শুভকামনা জানান। বিভেদভুলে ভারতীয় সমর্থকরাও তাকে শুভকামনা জানান। দ্রুতই মাঠে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সবাই।
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বল করার রেকর্ড এখনও নিজের করে রেখেছেন শোয়েব আকতার। ২০০২ সালে লাহোরে নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানের বিপক্ষে ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করে ইতিহাস গড়েন তিনি। তিনিই প্রথম বোলার হিসেবে ১০০ মেইল গতিতে বল করার মাইলফলক গড়েন তিনি।
পরের বছরই আবারও একই কীর্তির পুনরাবৃত্তি ঘটান তিনি। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এ রেকর্ড গড়েন তিনি। ক্রিকেট ইতিহাসের দ্রুতগতি বোলারের তালিকায় সবার আগে তার নাম আসে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]