শক্তিশালী দল নিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নিয়েছে ভারত। বিশ্বকাপে পাঁচ ম্যাচের দুইটিতে হেরেছিল ভারত। এর মধ্যে একটি ছিল নিউজিল্যান্ড। বিশ্বকাপের পর তাদেরকেই নিজেদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করলো ভারত।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিল ভারত। রোববার (২১ নভেম্বর) কলকাতায় কিউইদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে ছিল রোহিত শর্মা বাহিনী। শেষ ম্যাচে কিউইদেরকে ৭৩ রানে হারিয়েছে তারা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ঈশান কিশানকে সাথে নিয়ে অধিনায়ক রোহিত শর্মা ৬৯ রানের জুটি গড়েন। ৬ চার ২১ বলে ২৯ রান করে ঈশান ফিরলে ভাঙে এ জুটি।
অপরদিকে অধিনায়ক রোহিত শর্মা ৫ চার ৩ ছক্কায় ৩১ বলে ৫৬ রান করেন। তবে ব্যর্থ হন উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ এবং সূর্যকুমার যাদব। তবে শেষ দিকে দীপক চাহারের ৮ বলে ২১ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৮৪ রানের সংগ্রহ পায় ভারত।
১৮৫ রানের লক্ষ্য খেলতে নেমে একমাত্র গাপটিল ৩৬ বলে ৫১ রানের ইনিংস করেন। বাকিরা কেউ বলার মতো কোনো স্কোর গড়তে পারেননি। এতেই ১১১ রানে থামে কিউইদের ইনিংস। ৩ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল। দুর্দান্ত বোলিংয়ের কারণে ম্যাচ সেরা হন তিনি।
দ্রাবিড়-রোহিত জুটির প্রথম সিরিজেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা হন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]