শেষ টি-টোয়েন্টি না খেলে ফিরে যাচ্ছেন শোয়েব মালিক 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৩ এএম, ২৩ নভেম্বর ২০২১
শেষ টি-টোয়েন্টি না খেলে ফিরে যাচ্ছেন শোয়েব মালিক 

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে বলার মতো কোনো পারফর্ম করতে পারেননি পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। নিজের ঝলক দেখানোর আগেই ফিরে যাচ্ছেন্ন তিনি। পারিবারিক কারণে ফিরে যাচ্ছেন এ পাকিস্তানি তারকা।

সোমবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, সন্তানের অসুস্থতার কারণে শেষ ম্যাচের আগেই ঢাকা ছাড়বেন শোয়েব মালিক। পরিবার নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকেন এ ক্রিকেটার। সেখানেই ফিরবেন তিনি।

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সোমবার দুপুর দুইটায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান। 

সিরিজের প্রথম ম্যাচে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন শোয়েব মালিক। পরের ম্যাচে ব্যাটিং পাননি। তবে বোলিং করলেও দুই ওভারে ১৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই ম্যাচের টেস্টে সিরিজে মুখোমুখি হবে দুই দল। তবে টেস্ট ক্রিকেটকে অনেক আগেই বিদায় জানিয়েছেন শোয়েব মালিক।

শোয়েব মালিক সোমবার রাতেই ঢাকা ছাড়লেও পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকা ছাড়বে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘বুড়ো’ হাফিজ-মালিকের পাশে ইনজামাম

‘বুড়ো’ হাফিজ-মালিকের পাশে ইনজামাম

কঠোর পরিশ্রমের ফলই পাকিস্তানের বিপক্ষে জয় : নিগার সুলতানা

কঠোর পরিশ্রমের ফলই পাকিস্তানের বিপক্ষে জয় : নিগার সুলতানা

ঘরের মাঠে টি-টোয়েন্টিতে প্রথম হোয়াইটওয়াশের সামনে বাংলাদেশ

ঘরের মাঠে টি-টোয়েন্টিতে প্রথম হোয়াইটওয়াশের সামনে বাংলাদেশ

আফিফকে আঘাত করায় আফ্রিদিকে জরিমানা

আফিফকে আঘাত করায় আফ্রিদিকে জরিমানা