কঠোর পরিশ্রমের ফলই পাকিস্তানের বিপক্ষে জয় : নিগার সুলতানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৬ পিএম, ২২ নভেম্বর ২০২১
কঠোর পরিশ্রমের ফলই পাকিস্তানের বিপক্ষে জয় : নিগার সুলতানা

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপের বাছাই পর্বে নামার আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় তাদেরকে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। সে আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমেই পাকিস্তানের বিপক্ষে জয় এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা।

রোববার (২১ নভেম্বর) বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ নারী দল। পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্য ২ বল বাকি থাকতে টপকে যায় বাংলাদেশের নারীরা।

পাকিস্তানের বিপক্ষে এ জয় কঠোর পরিশ্রমের ফল হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

তিনি বলেন, ‘আমরা দুই সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করতেছি। এ জয় আমাদেরকে মোমেন্টাম এনে দিবে।’

এছাড়াও কোনো টুর্নামেন্টের শুরু জয় দিয়ে হলে তা নিজেদের জন্যই ভালো বলে মনে করেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি আরও বলেন, ‘এটা সবসময় গুরুত্বপূর্ণ। আমাদের ভালো শুরু করা দরকার ছিল। জয়ের অভ্যাসটা জরুরি।’ 

ব্যাট হাতে ৫০ রানের ঝড়ো ইনিংসের পাশাপাশি বল হাতে এক উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রুমানা আহমেদ। তিনি জানান, এ ম্যাচ নিয়ে প্রচুর উত্তেজিত ছিল বাংলাদেশের নারী দল। 

তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে এত ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ জিততে পেরেছি। আমরা এ ম্যাচ নিয়ে অনেক এক্সসাইটেড ছিলাম। আশা করি, পরের ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রাখতে পারবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানিদের হারিয়ে বাংলার মেয়েদের গর্জন

পাকিস্তানিদের হারিয়ে বাংলার মেয়েদের গর্জন

‘বুড়ো’ হাফিজ-মালিকের পাশে ইনজামাম

‘বুড়ো’ হাফিজ-মালিকের পাশে ইনজামাম

মুক্তিযুদ্ধ জাদুঘরে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি

মুক্তিযুদ্ধ জাদুঘরে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি

আফিফকে আঘাত করায় আফ্রিদিকে জরিমানা

আফিফকে আঘাত করায় আফ্রিদিকে জরিমানা