আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের প্রথম সিরিজে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্টে জেরেমি সোলজানোর অভিষেক হয়েছে। তবে অভিষেকের দিনেই ইনজুরিতে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
রোববার (২১ নভেম্বর) গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুণারত্নে। লঙ্কান অধিনায়কের এক শটে সোলজানোর হেলমেটে আঘাত করে। এতেই ইনজুরিতে পড়েন জেরেমি সোলজানো।
প্রথম দিনের প্রথম ইনিংসের ২৪তম ওভারে শর্ট লেগে ফিল্ডিংয়ে করছিলেন সোলজানো। রোস্টন চেজের করা শর্ট বল পুল করেন করুণারত্নে। বলটি সরাসরি সোলজানোর হেলমেটের গ্রিলে আঘাত করে।
এরপরেই মাটিতে লুটিয়ে পড়েন সোলজানো। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয় তাকে।
তরুণ এ ক্যারিবিয়ান ক্রিকেটার ঘরোয়া লিগে ত্রিনিদাদ এবং টোবাগোর হয়ে খেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটের ৪০ ম্যাচ খেলে ২ সেঞ্চুরি এবং ৮ হাফ সেঞ্চুরিতে ১৬৮৬ রান। এছাড়াও লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০ ম্যাচ খেলে করেছেন ৩১২ রান।
মাঠ ছাড়ার পর এখনও সোলজানোর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের উইন্ডিজ একাদশে জায়গা পাননি পেসার কেমার রোচ।
এর আগে একই ধরনের আঘাত পেয়ে ওপারে পাড়ি জমিয়েছিলেন অজি ব্যাটার ফিলিপ হিউজ। এছাড়াও ফিল্ডিং করতে গিয়ে আঘাত পেয়ে প্রাণ হারিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার রমন লাম্বা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]