পেইনকে অধিনায়ক করা ভুল বার্তা ছিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৩ এএম, ২২ নভেম্বর ২০২১
পেইনকে অধিনায়ক করা ভুল বার্তা ছিল

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের এক সপ্তাহ না যেতেই সামনে আসে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইনের সেক্সটিং কেলেঙ্কারি। ২০১৮ সালে ঘটা এ ঘটনার প্রায় তিন বছর পর বিষয়টি সংবাদ মাধ্যমে উঠে আসে। সেক্সটিং কেলেঙ্কারির পরও টিম পেইনকে অধিনায়ক করাটা ভুল বার্তা ছিল বলে মনে করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান রিচার্ড ফ্রুডেসটেইন।

২০১৮ সাল অ্যাশেজ চলাকালীন টিম পেইন তাসমানিয়া ক্রিকেটের এক নারী সহকর্মীর সাথে অশ্লীল বার্তালাপ করেন। সে সময়ই ঘটনার তদন্ত শেষ করে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং সিএ। তবে তখন থেকেই ঘটনাটা চাপা অবস্থায় ছিল।

এরই মধ্যে বল টেম্পারিং কান্ডে নিষিদ্ধ হন তখনকার অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। তখনই অজিদের অধিনায়ক হিসেবে নিয়োগ পান টিম পেইন। অর্থাৎ ঘটনার তদন্ত শেষেই দায়িত্ব পান তিনি। বিষয়টি অস্ট্রেলিয়ার ক্রিকেটে ভুল বার্তা দিচ্ছে বলে মনে করেন সিএ চেয়ারম্যান ফ্রুডেসটেইন।

এ বিষয়ে ফ্রুডেসটেইন বলেন, ‘২০১৮ সালের সিদ্ধান্ত নিয়ে আমি কিছু বলতে পারবো না। কারণ তখন আমি এখানে ছিলাম না, তাই এটা আমার এখতিয়ারের বাইরে। তবে আমার মনে হয় এ সিদ্ধান্ত সবার কাছে ভুল বার্তা হিসেবে গিয়েছে। পেইনকে ২০১৮ সালেই বহিষ্কার করা উচিত ছিল।’

তিন বছর আগের ঘটনা সামনে চলে আসায় অ্যাশেজ শুরুর আগ মুহূর্তে অধিনায়ক হিসেবে সরে দাঁড়ান টিম পেইন। অধিনায়ক হিসেবে সরে দাঁড়ালেও অ্যাশেজে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

টিম পেইন অধিনায়ক হিসেবে দায়িত্ব ছাড়াই পরবর্তী অধিনায়ক কে হবেন তা এখনও জানা যায়নি। তবে সম্ভাব্য অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন পেসার প্যাট কামিন্স।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পুরোনো বিতর্কে অজিদের অধিনায়কত্ব ছাড়লেন পেইন

পুরোনো বিতর্কে অজিদের অধিনায়কত্ব ছাড়লেন পেইন

শেষ ম্যাচে দলে ডাক পেলেন ইমন-কামরুল রাব্বি

শেষ ম্যাচে দলে ডাক পেলেন ইমন-কামরুল রাব্বি

শেষ ম্যাচে শঙ্কায় মোস্তাফিজ

শেষ ম্যাচে শঙ্কায় মোস্তাফিজ

চেনা উইকেটে পাকিস্তানের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ

চেনা উইকেটে পাকিস্তানের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ