পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ব্যাকফুটে বাংলাদেশ। তাই তো তৃতীয় ম্যাচে বেশ পরীক্ষা নিরীক্ষা চালাতে প্রস্তুত বাংলাদেশ দল। এ কারণে তৃতীয় ম্যাচের আগে দলে অন্তর্ভূক্ত হচ্ছেন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। ইমনের অন্তর্ভূক্তিতে সাইফ হাসানের কপাল পুড়তে পারে।
সোমবার (২০ নভেম্বর) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচের আগে দলে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। দলে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। এছাড়াও ডাক পেয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি।
এর আগেও চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। তবে সেবার ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে যেতে হয় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী এ ওপেনারকে।
বিশ্বকাপ ব্যর্থতার পর যে সাত ক্রিকেটার নিয়ে বাংলাদেশ অনুশীলন শুরু করেছিল তাদের মধ্যে ছিলেন পারভেজ হোসেন ইমন এবং কামরুল ইসলাম। তবে সিরিজ শুরুর তিন আগে ঘোষিত দলে ছিলেন না তারা। তাই তো আবারও জাতীয় লিগে (এনসিএল) ফিরে গিয়েছিলেন। তবে এনসিএল থেকে আবারও জাতীয় দলে যোগ দিবেন তারা।
শনিবার (২০ নভেম্বর) রাতেই টিম হোটেলে যোগ দেওয়ার কথা রয়েছে। রাতে আইসোলেশনে থাকবেন ইমন এবং রাব্বি। রোববার (২১ নভেম্বর) তার করোনা টেস্ট করানো হবে। সেখানে নেগেটিভ আসলেই মাঠে নামতে পারবেন পারভেজ হোসেন ইমন এবং কামরুল ইসলাম।
পাকিস্তান দলে হঠাৎ করেই ডাক পান সাইফ হাসান। মূলত তাকে টেস্ট ব্যাটার হিসেবেই গড়ে তোলা হচ্ছে। ইমনের স্কোয়াডে অন্তর্ভূক্তিতে দলে জায়গা হারাতে পারেন তিনি।
সাইফ হাসান ছাড়াও কোনো আলোচনা ছাড়াই ডাক পেয়েছিলেন পেসার শহিদুল ইসলাম। এছাড়াও তৃতীয় টি-টোয়েন্টিতে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। তাই তো ডাক পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচ খেলতে পারেন ইয়াসির আলি রাব্বি। ক্রিকেট পাড়ায় এমনও গুঞ্জন রয়েছে।
টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর, চট্টগ্রামে। দ্বিতীয় টেস্ট ৪ নভেম্বর, ঢাকায়।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]