শেষ ম্যাচে শঙ্কায় মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৭ এএম, ২১ নভেম্বর ২০২১
শেষ ম্যাচে শঙ্কায় মোস্তাফিজ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিং করতে গিয়ে পায়ে ব্যথা অনুভব করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আর এতেই তৃতীয় ম্যাচে তার মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নিজের দ্বিতীয় ওভার করার সময় পায়ে ব্যথা অনুভব করেন মোস্তাফিজ। তবে এরপরও ওই ওভার শেষ করেন তিনি।

ম্যাচে নিজের তৃতীয় ওভারে বোলিং করতে এসে দর্শকের পাগলামির সামনে পড়েন মোস্তাফিজ। সে সময় দর্শককে মাথায় হাত বুলিয়ে দেন তিনি।

দর্শকের এ পাগলামির ঘটনার পর নিজের তৃতীয় ওভারে এক বল করেন মোস্তাফিজ। এরপরেই মাঠ থেকে বের হয়ে যান তিনি।

তখন ধারণা করা হচ্ছিল মাঠের ওই ঘটনার জন্য তাকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। তবে শুধু এ কারণ নয় ইনজুরির কারণেও তাকে মাঠ থেকে বের করে নেওয়া হয়েছে।

ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ মোস্তাফিজের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, রোববার (২১ নভেম্বর) পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে। এরপরেই তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শতভাগ দিয়েও পারছে না দল : মাহমুদউল্লাহ

শতভাগ দিয়েও পারছে না দল : মাহমুদউল্লাহ

হঠাৎই মাঠে দর্শক, চুমু খেলেন মোস্তাফিজের পায়ে

হঠাৎই মাঠে দর্শক, চুমু খেলেন মোস্তাফিজের পায়ে

বাংলাদেশকে জরিমানা, হাসান আলিকে তিরস্কার

বাংলাদেশকে জরিমানা, হাসান আলিকে তিরস্কার

বাংলাদেশিদের হাতে পাকিস্তানি পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ

বাংলাদেশিদের হাতে পাকিস্তানি পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ