নিরাপত্তার কঠোর বাধা পেরিয়ে মাঠে নেমেছেন এক দর্শক। মাঠে নেমেই কাটার মাস্টার মোস্তাফিজের পায়ে চুমু খেলেন। শেষ পর্যন্ত দর্শকে আটক করেছে নিরাপত্তা কর্মীরা। তবে এ ঘটনা আবারও স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন করতে পারে তা বলাই বাহুল্য।
শনিবার (২১ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং পাকিস্তান। এ ম্যাচে পাকিস্তানের ইনিংস চলাকালীন নিরাপত্তার বেড়াজাল পেরিয়ে মাঠে প্রবেশ করেন দর্শক। মাঠে প্রবেশ করেই কাটার মাস্টার মোস্তাফিজের পায়ে চুমু খান তিনি।
স্টেডিয়ামের উত্তর গ্যালারি থেকে লাফ দিয়ে নিচের গ্যালারিতে নামে তিনি। এরপর প্রায় ১০-১২ ফুট উচ্চতার নিরাপত্তা বেষ্টনি পেরিয়ে মাঠে প্রবেশ করেন সে দর্শক।
অনেক চেষ্টা করেও সে দর্শকের মাঠে নামা আটকাতে পারেনি নিরাপত্তা কর্মীরা। অবশ্য মাঠে প্রবেশের পর তাকে আটকে মাঠের বাইরে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা।
মাঠে প্রবেশ করেছেন দর্শক, চুমু খেলেন মোস্তাফিজের পায়ে। ছবি : স্পোর্টসমেইল২৪
মিরপুর স্টেডিয়ামে এ ঘটনা নতুন নয়। এর আগেও কয়েকবার ঘটেছে এ রকম ঘটনা। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন তোলা যায়।
মাঠ কিংবা মাঠের বাইরে এতো নিরাপত্তাকর্মী থাকার পরও কিভাবে দর্শক প্রবেশ করে সে উত্তর হয়তো কেউই দিতে পারবেন না। তবে মাঠে দর্শক প্রবেশের এ ঘটনা বায়ো-বাবলকে প্রশ্নের সম্মুখীন করবে তা বলাই বাহুল্য।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]