অবসরে যাচ্ছেন তুষার ইমরান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০০ এএম, ২১ নভেম্বর ২০২১
অবসরে যাচ্ছেন তুষার ইমরান

পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তুষার ইমরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একাউন্ট থেকে পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না তুষার ইমরান। তাই তো ক্যারিয়ারের শেষ সময়ে এসেও জাতীয় দলে ফেরা হয়নি তার। সর্বশেষ ২০০৭ সালে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তুষার ইমরান।

জাতীয় দলের হয়ে পাঁচ টেস্ট এবং ৪১ ওয়ানডে খেলার সুযোগ পেয়েছিলেন তুষার ইমরান। তবে ঘরোয়া ক্রিকেটের মতো জাতীয় দলের হয়ে রানের ফোয়ারা ফোটাতে পারেননি তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ টেস্টে করেছেন মাত্র ৮৯ রান। এছাড়াও ৪১ ওয়ানডেতে করেছিলেন ৫৭৪ রান।

শনিবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক একাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ ব্যাটার বলেন, ‘আগামীকাল (২১ নভেম্বর) প্রথম শ্রেণির ক্রিকেট ও আন্তর্জাতুক ক্রিকেট থেকে অবসর নিতে মাঠে যাবো। দোয়া করবেন।’

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮২ম্যাচে করেছেন ১১৯৭২ রান। ৩২ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ৬৩ হাফ সেঞ্চুরি। এছাড়াও লিস্ট ‘এ’ এ ক্যারিয়ারে ১৭৩ ম্যাচ করেছে ৪৪৩৯ রান। সীমিত ওভারের ক্রিকেটে এক সেঞ্চুরির পাশাপাশি করেছে ৩০ হাফ সেঞ্চুরি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল অভিজ্ঞতায় বাংলাদেশকে কাবু করেছেন হাসান আলি

বিপিএল অভিজ্ঞতায় বাংলাদেশকে কাবু করেছেন হাসান আলি

বাংলাদেশিদের হাতে পাকিস্তানি পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ

বাংলাদেশিদের হাতে পাকিস্তানি পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ

ম্যাচসেরা হওয়া কঠোর পরিশ্রমের ফল : হাসান আলি

ম্যাচসেরা হওয়া কঠোর পরিশ্রমের ফল : হাসান আলি

বিপ্লবকে বোলিং না করানোর কারণ জানালেন মাহমুদউল্লাহ

বিপ্লবকে বোলিং না করানোর কারণ জানালেন মাহমুদউল্লাহ