বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে পরিবর্তন এনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য দল সাজিয়েছে শ্রীলঙ্কা। দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। বাংলাদেশে বিপক্ষে সর্বশেষ সিরিজের ১৮ জনের দল থেকে ৫ পরিবর্তন এনেছে লঙ্কানরা। দলে ডাক পেয়েছেন ৯ ক্রিকেটার।
প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তিন লঙ্কান ক্রিকেটার। এদের মধ্যে সুমিন্দা লাকশান খেলেছেন ২৯ প্রথম শ্রেণির ম্যাচ। এছাড়া ২১ বছর বয়সী গুনাসেকারা শিকার করেছেন ৮ উইকেট। ডাক পাওয়া আরেক ক্রিকেটার কামিল মিশারার ক্যারিয়ার ৫ ম্যাচে সীমাবদ্ধ।
এ তিন ক্রিকেটার ছাড়াও টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন চারিথ আশালাঙ্কা। দীর্ঘদিন পর টেস্ট দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন লাহিরু থিরিমান্নে, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, দিলশান মাদুশঙ্কা। এদের মধ্যে লাহিরু থিরিমান্নে টেস্ট দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। এক বছরের নিষেধাজ্ঞার কারণে বাদ পড়েছেন নিরোশান ডিকওয়েলা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করবে শ্রীলঙ্কা। রোববার (২১ নভেম্বর) শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৯ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট।
শ্রীলঙ্কা টেস্ট দল
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, মিনোদ ভানুকা, রোশেন সিলভা, কামিল মিশারা, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, লাকশান সান্দাকান, লাসিথ এম্বুলদেনিয়া, প্রাভিন জয়াবিক্রমা, সুমিন্দা লাকশান, সুরঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, চামিকা গুনাসেকারা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]