বহুদিন পর বাংলাদেশ একাদশে দেখা মিলেছিল লেগ স্পিনারের। সেই লেগ স্পিনার কি না পুরো ইনিংসে করেছেন মাত্র দুই বল! কেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব বোলিং করেননি? সে প্রশ্নের এক অদ্ভুত যুক্তি দাঁড় করিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। উইকেটে দুই বাঁহাতি ব্যাটার থাকায় বোলিং করেননি বিপ্লব।
সর্বশেষ ২০২০ সালে ঘরের মাঠে বাংলাদেশ দলের হয়ে মাঠে নেমেছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। ২১ মাসের বিরতির পর আবারও জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি। মাঠে নামলেও পাননি পর্যাপ্ত বোলিংয়ের সুযোগ।
শুক্রবার (১৯ নভেম্বর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচের একাদশে ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। তবে পুরো ম্যাচে মাত্র দুই বল করতে পেরেছেন তিনি।
উইকেটে দুই ডানহাতি বোলার থাকলে ডানহাতি অফ স্পিনার কিংবা দুই বাঁহাতি বোলার থাকলে বাঁহাতি স্পিনার বোলিং করবেন না তা ছিল বাংলাদেশ ক্রিকেটের এক অলিখিত নিয়ম। এবার তার সাথে যুক্ত হয়েছে আরেকটি নিয়ম। দুই বাঁহাতি বোলার থাকলে বোলিং করবেন না কোনো লেগ স্পিনার। এ যুক্তিতেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ইনিংসের শেষ ওভারে বোলিং করতে আসেন স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
প্রথম ছয় ওভারে ২৪ রান তুলতেই প্যাভিলিয়নে ফিরেছিল পাকিস্তানের ৪ ব্যাটার। তাই তো টাইগার কাপ্তান মাহমুদউল্লাহ রিয়াদের সামনে লেগ স্পিনার দিয়ে পাকিস্তানকে ঘায়েল করার সুযোগ ছিল। তবে সে সুযোগটি নিতে পারেননি অধিনায়ক রিয়াদ।
অন্যান্য বোলাররা যখন উইকেট শিকারে ব্যর্থ। তখনও আমিনুল ইসলাম বিপ্লবকে বোলিং করাননি অধিনায়ক রিয়াদ।
বিল্পবকে বোলিং না করানোর কারণ হিসেবে অধিনায়ক রিয়াদ বলেন, ‘ওকে নিয়ে(আমিনুলকে নিয়ে) পরিকল্পনা ছিল বোলিং করানোর। কিন্তু উইকেটে তখন দুইজন বাঁহাতি ব্যাটার থাকায় আমাকে বোলিং করতে হয়।’
একই ম্যাচে দেখা মিলেছে এর ভিন্ন চিত্র। বাংলাদেশের একাদশে থাকা বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুবকে বেশ ভুগিয়েছিলেন পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান।
শুধু কি তাই, বিশ্বকাপে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচে পাঁচ উইকেট শিকার করেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। সে ম্যাচে চারবার বাঁহাতি ব্যাটারদের প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি। এরপরেও কি একই যুক্তিতেই লেগ স্পিনার দিয়ে বল না করানোর সিদ্ধান্তে অটল থাকবেন অধিনায়ক মাহমুদউল্লাহ? সে প্রশ্নের উত্তরের অপেক্ষায় সবাই।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]