একের পর এক চোট সমস্যায় ভুগছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। হাটুর ইনজুরি থেকে সেরে উঠে পড়েছিলেন আঙ্গুলের ইনজুরিতে। সেই ইনজুরি কাটিয়ে উঠার আগেই আঙ্গুলে আবারও চিড় ধরা পড়েছিল। তাই তো এবার বিদেশে উড়ে যাচ্ছেন তামিম। লন্ডনে চিকিৎসকের শরণাপন্ন হবেন তিনি।
সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার (১৯ নভেম্বর) রাতে ঢাকা ছাড়বেন তামিম ইকবাল। রোববার (২১ নভেম্বর) সেখানে চিকিৎসকের শরণাপন্ন হবেন। সেখানেই জানা যাবে তামিমকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে।
বছরজুড়েই চোট সমস্যায় জর্জরিত তামিম ইকবাল। চলতি বছরের জুলাইয়ে ইনজুরি নিয়েই জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেলেছিলেন তিনি। ইনজুরির ঝুঁকি বেড়ে যাওয়ায় ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে ছিলেন না তিনি।
বিশ্বকাপের আগে ইনজুরি মুক্ত হলেও বিশ্বকাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তামিম ইকবাল। ক্রিকেটে ফেরার জন্য নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে গিয়েছিলেন তিনি। তবে সেখানে নতুন করে আঙ্গুলের ইনজুরিতে পড়েন তিনি।
নেপালে পাওয়া চোট কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরতে চেয়েছিলেন তামিম। তবে সেখানে অস্বস্তি অনুভব করায় এক্স-রে করানো হয়। সেখানেই আঙ্গুলের নতুন চিড় ধরা পড়ে।
নেপালে পাওয়া আঙ্গুলে পাওয়া চোটের জায়গাতেই নতুন চিড় ধরা পড়ে। যা কিনা প্রথম এক্স-রেতে ধরা পড়েনি। তাই তো পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। শুধু তাই নয়, তামিমের নিউজিল্যান্ড সফর নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]