টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই মাঠে গড়িয়েছে ভারত-নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ছিল দর্শক। দর্শক ফিরলেও ছিল না পূর্ণ গ্যালারি। তবে দ্বিতীয় ম্যাচেই ফিরছে শতভাগ দর্শক। এমনটাই জানিয়েছে ম্যাচের আয়োজক শহর রাচির ক্রিকেট কর্তারা।
শুক্রবার (১৯ নভেম্বর) মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এ ম্যাচে শতভাগ দর্শক ফেরানোর অনুমতি দিয়েছে ঝাড়খন্ড রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন।
ঝাড়খন্ড ক্রিকে অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জয় সহায় জানিয়েছেন, তারা ইতিমধ্যে সরকারের কাছে অনুমতি দিয়েছেন। তবে মাঠে প্রবেশ করতে মানতে হবে কঠোর নিয়ম।
মাঠে প্রবেশ করতে হলে দর্শকদের অবশ্যই কোভিড-১৯ ভ্যাকসিনেটেড হতে হবে। এছাড়াও কোভিড-১৯ এর আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট রাখতে হবে।
সঞ্জয় বলেছেন, ‘রাজ্য সরকার শতভাগ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে এবং আমরা অনেকদিন পর দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে ভারতের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। স্ট্যান্ডে খাবারেরও ব্যবস্থা থাকবে। আমরা আবারও আগের দিনগুলোতে ফিরে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে লকডাউন হওয়ায় মানুষ অস্থির হয়ে গিয়েছিল গত দুই বছর এবং এর প্রভাব পড়েছে ম্যাচেও। আগামীকালের ম্যাচ নিয়ে তাই বাড়তি উন্মাদনা রয়েছে। মানুষজন আবারও মাঠে ফিরছে এটা অনেক ভালো খবর।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]