ঘরের মাঠে বিশ্বকাপ খেলে বিদায় নিবেন ওয়েড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১৯ নভেম্বর ২০২১
ঘরের মাঠে বিশ্বকাপ খেলে বিদায় নিবেন ওয়েড

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের বিশ্বকাপ জয়ের বড় ভূমিকা রেখেছেন উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড। তবে এরপরেও নিজের ক্যারিয়ার দীর্ঘ হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। ঘরের মাঠে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই বিদায় বলতে চান তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে দারুণ এক ইনিংস খেলেছিলেন ওয়েড। এতেই ফাইনালে উঠে অস্ট্রেলিয়া। এছাড়াও পুরো বিশ্বকাপ জুড়ে উইকেটের পিছনে ছিলেন দুর্দান্ত। তাই তো বিশ্বকাপ জয়ের অনেক বেশি কৃতত্ব প্রাপ্য ওয়েডের।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেললেও আসন্ন অ্যাশেজে দলে ডাক পাননি ওয়েড। অ্যাশেজে অজিদের হয়ে উইকেটের পিছনে দাঁড়াবেন অ্যালেক্স ক্যারি। তাই তো অনেকেই ম্যাথু ওয়েডের ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন।

অবশ্য ম্যাথু ওয়েড নিজেও তার ক্যারিয়ারের ইতি টানার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। তিনি জানান, ২০২২ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান। এছাড়াও এ আসর দিয়েই তুলে রাখতে চান অস্ট্রেলিয়ার জার্সি।

তিনি বলেন, ‘এটাই হবে আমার পরবর্তী অনুপ্রেরণা। আশা করি সেই বিশ্বকাপে খেলতে পারব এবং শিরোপা ধরে রাখতে পারব। এরপর অবসরে যেতে পারি।’

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নিজের অবস্থান পাকা করতে জাতীয় দলের বাইরে ম্যাচ খেলতে আগ্রহী নন ওয়েড। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি অবশ্যই এর বাইরে (আন্তর্জাতিক ক্রিকেট) খেলব না। এখান থেকে এটাই হবে আমার লক্ষ্য।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিগব্যাশে মেলবোর্নের অধিনায়কত্ব ছাড়লেন অ্যারন ফিঞ্চ

বিগব্যাশে মেলবোর্নের অধিনায়কত্ব ছাড়লেন অ্যারন ফিঞ্চ

ওয়েড-মার্শকে ছাড়াই অস্ট্রেলিয়ার অ্যাশেজ দল

ওয়েড-মার্শকে ছাড়াই অস্ট্রেলিয়ার অ্যাশেজ দল

অক্রিকেটীয় কারণে বাদ পড়েছিলেন ওয়ার্নার : ব্রাড হ্যাডিন

অক্রিকেটীয় কারণে বাদ পড়েছিলেন ওয়ার্নার : ব্রাড হ্যাডিন

সাত ভেন্যুতে অস্ট্রেলিয়া বিশ্বকাপ, সবগুলো চূড়ান্ত

সাত ভেন্যুতে অস্ট্রেলিয়া বিশ্বকাপ, সবগুলো চূড়ান্ত