প্রধানমন্ত্রীর দেওয়া সাহসে উজ্জীবিত হবে পুরো দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১৯ নভেম্বর ২০২১
প্রধানমন্ত্রীর দেওয়া সাহসে উজ্জীবিত হবে পুরো দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের কারণে একের পর এক সমালোচনা তীরে বিদ্ধ হচ্ছিল বাংলাদেশ। বিশ্বকাপের চরম ব্যর্থতার পরও দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কথায় পুরো দল উজ্জীবত হবে বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার (১৭ নভেম্বর) গনভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই উঠে আসে বাংলাদেশ দলের পারফর্মেন্সের কথা।  

প্রধানমন্ত্রী কাউকে হতাশ না হয়ে ক্রিকেটারদের সমর্থন দিতে বলেন। তিনি বলেন, ‘কেন, আপনি এত হতাশ হন কেন? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তারা খুব চমৎকার খেলেছে।একেই তো প্যানেডেমিকের সময়ে সে রকম ইয়ে হয়নি। মানে করোনার কারণে প্র্যাকটিস করতে পারেনি। তারপরও বাংলাদেশে আজকে বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পেরেছে, এটাই তো বড় কথা।… আমি বলব, যেটুকু পেরেছে আমি সেটাই…।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে সংবাদ সম্মেলনে তাই তো প্রধানমন্ত্রীর কথা উঠে এসেছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ অধিনায়ক জানান, তিনি প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন। তার এ ধরনের বক্তব্য দলকে অনুপ্রাণিত করবে বলে মনে করেন তিনি।

এ বিষয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘এটা আমি শুনেছি ও দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। উনার কথা আমাদের আরও অনেক অনুপ্রাণিত করবে। সত্যি কথা বলতে, আমাদের দলের জন্য এটা অনেক ইতিবাচক একটা কথা।’

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আরও বলেন, ‘উনি যেভাবে আমাদের সবসময় অনুপ্রাণিত করেন, যেভাবে আগলে রাখেন, যেভাবে সাপোর্ট করেন, এটা অবিশ্বাস্য। এজন্য তাকে অনেক ধন্যবাদ।’

অধিনায়ক রিয়াদ জানান, নিজেদের শতভাগ দিয়ে খেলার চেষ্টা করবে বাংলাদেশ দল। বলেন, ‘আমরা এতটুকু নিশ্চিত করব যেন নিজেদের শতভাগের বেশি দিয়ে খেলার চেষ্টা করতে পারি।’

শুক্রবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ এবং ২২ নভেম্বর।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তরুণ দল, সিরিজ চ্যালেঞ্জিং হবে : মাহমুদউল্লাহ

তরুণ দল, সিরিজ চ্যালেঞ্জিং হবে : মাহমুদউল্লাহ

তামিমের সাথে সেরা করদাতার তালিকায় রিয়াদ-সৌম্য

তামিমের সাথে সেরা করদাতার তালিকায় রিয়াদ-সৌম্য

মুশফিক ইস্যুতে মাহমুদউল্লাহ’র মুখে কুলুপ

মুশফিক ইস্যুতে মাহমুদউল্লাহ’র মুখে কুলুপ

বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ মানছে না পাকিস্তান

বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ মানছে না পাকিস্তান