আয়ারল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন দক্ষিণ আফ্রিকান কোচ গ্রাহাম ফোর্ড। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।
বুধবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে সিএই জানিয়েছেন, কোচের পদ থেকে পদত্যাগ করেছেন গ্রাহাম ফোর্ড। ডিসেম্বর মাঝামাঝি সময় পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।
২০১৭ সালে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেন এ দক্ষিণ আফ্রিকান কোচ। প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে আয়ারল্যান্ড দলের দায়িত্ব নিয়েছিলেন তিনি।
২০১৯ সালে চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই নতুন করে মেয়াদ তিন বছর বাড়ানো হয়। তবে এবার চুক্তির মেয়াদ পূরণ করার আগেই সরে দাঁড়াচ্ছেন তিনি।
দক্ষিণ আফ্রিকান গ্রাহাম ফোর্ডের অধীনে এখন পর্যন্ত ১০২ ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড। এছাড়াও আয়ারল্যান্ডের অভিষেক টেস্টে কোচের দায়িত্বে ছিলেন তিনি।
তবে কোচ হিসেবে আয়ারল্যান্ডে তার শেষটা মোটেও সুখকর ছিল না। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্ব থেকে বাদ পড়ে আয়ারল্যান্ড। এরপর থেকেই নিজের ভবিষ্যত নিয়ে ভাবছিলেন তিনি। অবশেষে দায়িত্ব ছেড়ে দিয়েছেন গ্রাহাম ফোর্ড।
চলতি বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে আয়ারল্যান্ড। এ দুই সিরিজের কে কোচের দায়িত্ব পালন করবেন তা এখনও জানায়নি ক্রিকেট আয়ারল্যান্ড।
নিজের দায়িত্ব ছাড়ার বিষয়ে গ্রাহাম ফোর্ড জানান, এটাই আয়ারল্যান্ডের দায়িত্ব ছাড়ার জন্য উপযুক্ত সময়। আয়ারল্যান্ডের থাকাকালীন ক্রিকেটকে অনেক বেশি উপভোগ করেছেন বলে জানান তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]