পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসিকে রমিজ রাজার ধন্যবাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০১ এএম, ১৯ নভেম্বর ২০২১
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসিকে রমিজ রাজার ধন্যবাদ

নিউজিল্যান্ড ক্রিকেট দল সিরিজ বাতিল করে দেশে ফেরায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শঙ্কা তৈরি হয়েছিল। তবে ধীরে ধীরে সেটা এখন কেটে উঠছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যার সবচেয়ে অর্জন ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক হওয়া।

পাকিস্তানকে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজক হিসেবে নির্বাচন করায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউনিাসলকে (আইসিসি) ধন্যবাদ জানিয়েছে পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বোর্ডের দায়িত্ব নিয়েছেন রমিজ রাজা।

১৯৯৬ সালে সর্বশেষ আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করেছিল পাকিস্তান। দীর্ঘ ২৯ বছর পর আবারও আইসিসির কোন ইভেন্ট আয়োজন করার সুযোগ পেয়ে খুশি পিসিবি চেয়ারম্যান। আইসিসিকে ধন্যবাদ জানিয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন রমিজ রাজা।

১৯৯৬ সালে সর্বশেষ ভারত এবং শ্রীলঙ্কার সাথে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান। এরপর আইসিসির কোন ইভেন্ট আয়োজনের সুযোগ পায়নি তারা। ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দল বহনকারী বাসে জঙ্গি হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে যায়।

দেশটিতে দ্বিপাক্ষীক সিরিজও বন্ধ হয়ে যায়। যে কারণে আইসিসির ইভেন্ট দীর্ঘ দিন বন্ধ ছিল। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যাবর্তনে কপাল খুলছে পাকিস্তানের। ২০১৭ সালে সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। ২০২৫ সালে পাকিস্তান থেকে আবারও শুরু হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি।

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য মুখিয়ে আছেন পিসিবির চেয়ারম্যান রমিজ। বলেন, ‘আইসিসি যে এলিট টুর্নামেন্টের জন্য পাকিস্তানকে নির্বাচন করেছে, তাতে আমি খুব খুশি। এ খুশির কোনো সীমা নেই। পাকিস্তানকে একটি বড় টুর্নামেন্টের দায়িত্ব দিয়েছে আইসিসি। আইসিসি আমাদের উপর পূর্ণ বিশ্বাস রেখেছে। আমাদের পরিচালন, অপারেশনাল সক্ষমতা এবং দক্ষতার উপর সম্পূর্ণ আস্থা রেখেছে আইসিসি।’

চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে খেলার প্রতি আবেগ এবং ভালোবাসা প্রদর্শন করার প্রত্যয় রমিজের। তিনি বলেন, ‘আমরা কতটা ভালো আয়োজক হতে পারি, সেটি প্রমাণ করার ধারাটা অব্যাহত রেখেছি। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হাত ধরেই আবারও খেলার প্রতি আমাদের আবেগ এবং ভালোবাসা প্রদর্শন করবো।’

তিনি আরও বলেন, ‘কারণ, এ ইভেন্টটি দেশের লক্ষ-লক্ষ ভক্তদের জন্য আশীর্বাদ হবে। বিশ্বমানের দল এবং প্রিয় খেলোয়াড়দের সামনে থেকে দেখার সুযোগ পাবে তারা।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

বিসিসিআইয়ের পরিবর্তে ভারতকে কর দিবে আইসিসি

বিসিসিআইয়ের পরিবর্তে ভারতকে কর দিবে আইসিসি

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসিকে রমিজ রাজার ধন্যবাদ

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসিকে রমিজ রাজার ধন্যবাদ

আফগানিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণে আইসিসির কমিটি গঠন

আফগানিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণে আইসিসির কমিটি গঠন