যুব বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড-কানাডা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৮ এএম, ১৮ নভেম্বর ২০২১
যুব বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড-কানাডা

২০২২ অনুরধ-১৯ বিশ্বকাপের জন্য সূচি এবং গ্রুপিং প্রকাশ করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত।

ওয়েস্ট ইন্ডিজে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৪তম আসর। ২০২২ সালের ১৪ জানুয়ারি পর্দা উঠবে ১৪তম আসরের। ৫ ফেব্রুয়ারি ফাইনালের মধ্যে দিয়ে যুব বিশ্বকাপের ১৪তম আসরের পর্দা নামবে।

এবারের যুব বিশ্বকাপে অংশ নিবে ১৬ দল। ফাইনালসহ মোট ৪৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বর্তমান যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচের ভেন্যু সেন্ট কিটস এন্ড নেভিস।

বিশ্বকাপের আগে ভারতের ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। এছাড়াও বিশ্বকাপ প্রস্তুতির জন্য এশিয়া কাপেও খেলার সুযোগ পাচ্ছে যুব টাইগাররা।

একনজরে যুব বিশ্বকাপের গ্রুপিং-

গ্রুপ ‘এ’-বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত
গ্রুপ ‘বি’-ভারত, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও উগান্ডা
গ্রুপ ‘সি’-পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনি
গ্রুপ ‘ডি’-ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড

বাংলাদেশের ম্যাচ সূচি
১৬ জানুয়ারি ২০২২- ইংল্যান্ড
২০ জানুয়ারি ২০২২-কানাডা
২২ জানুয়ারি ২০২২- সংযুক্ত আরব আমিরাত

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ানডে বিশ্বকাপ নিয়মে বদল আনলো আইসিসি

ওয়ানডে বিশ্বকাপ নিয়মে বদল আনলো আইসিসি

আফগানিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণে আইসিসির কমিটি গঠন

আফগানিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণে আইসিসির কমিটি গঠন

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

সাত ভেন্যুতে অস্ট্রেলিয়া বিশ্বকাপ, সবগুলো চূড়ান্ত

সাত ভেন্যুতে অস্ট্রেলিয়া বিশ্বকাপ, সবগুলো চূড়ান্ত