জুনিয়র-সিনিয়র নেই, সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে : শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৩ এএম, ১৮ নভেম্বর ২০২১
জুনিয়র-সিনিয়র নেই, সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে : শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফর্মেন্সের হতাশাকে পাশে রেখে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে বলে মনে করে ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশ দলে এসেছে বড় পরিবর্তন। এ পরিবর্তনের ছোঁয়ায় দলে ডাক পেয়েছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তিনি জানিয়েছেন, দলে সিনিয়র-জুনিয়র বলে কিছু নেই। সবাইকে দায়িত্ব নিয়ে ক্রিকেট খেলতে হবে।

তিনি বলেন, ‘সিনিয়র জুনিয়র খেলোয়াড় বলে কিছু নাই। আমরা এখানে সবাই সামর্থ্যবান বলেই আছি। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। প্রত্যেকের সবার দায়িত্ব অনুযায়ী কাজ করতে হবে।’

শান্তর মতে দলে যারা আছেন সবার সামর্থ্য আছে বলেই তারা দলে ডাক পেয়েছেন। এ বিষয়ে শান্ত বলেন, ‘আমরা যারা দলে আছি সবার সামর্থ্য আছে। প্রত্যেক ব্যাটারের দায়িত্ব নিয়ে খেলার সামর্থ্য আছে। আমাদেরই দায়িত্ব নিতে হবে।’

দলের বাইরে নিজের ব্যাটিংয়ের ধরনের নিয়েও কথা বলেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘আমি যখন যে অবস্থায় থাকি না কেন সবসময় আক্রমণাত্মক থাকার চেষ্টা করি। তারপরও আমি বল বাই বল খেলার চেষ্টা করি। আক্রমণাত্মক এই না যে প্রত্যেক বল আমি মারতে চাই। কিন্তু আমার চিন্তা ভাবনা থাকে যে আমি আক্রমণাত্মক মেজাজে থাকবো।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে দেশি ক্রিকেটাদের পাকিস্তানি ক্রিকেটারদের খেলা অভিজ্ঞতা আছে। এ অভিজ্ঞতা দলকে অতিরিক্তি সুবিধা দিবেও বলে মনে করেন শান্ত। 

তিনি বলেন, ‘একটা সুবিধা আমাদের আছে। বিপিএলে বেশ কিছু ক্রিকেটারের সাথে খেলা হয়েছে। ওইদিক থেকে চিন্তা করলেও আমরা একটু হলেও আত্মবিশ্বাসী। এ বোলারদের বল করছি, এ ব্যাটারদের বল করছি। এ সুবিধাটুকু আমাদের আছে।’

শুক্রবার (১৯ নভেম্বর) সিরিজের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ এবং পাকিস্তান। এ বিশ্বকাপ দিয়েই বিশ্বকাপের হতাশা ভুলতে মরিয়া হয়ে আছে বাংলাদেশ। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

১০০ টাকায় মিলবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট

১০০ টাকায় মিলবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব

ঘুরে দাঁড়ানোর পথে এ কেমন দল?

ঘুরে দাঁড়ানোর পথে এ কেমন দল?

টেস্ট বিবেচনাতেই টি-টোয়েন্টি স্কোয়াডে নেই মুশফিক

টেস্ট বিবেচনাতেই টি-টোয়েন্টি স্কোয়াডে নেই মুশফিক