২০২৩ বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য চলছে আইসিসি সুপার লিগ। তবে আফ্রিকায় অনুষ্ঠিতব্য পরের বিশ্বকাপের জন্য থাকছে না সুপার লিগ পদ্ধতি। আবারও প্রথাগত বিশ্বকাপ বাছাইপর্বে ফিরবে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২০২৭ সালে আফ্রিকায় বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। সে আসরে অংশ নিবে ১৪ দল। এ ১৪ দল বাছাইয়ের জন্য নতুন পদ্ধতির কথা জানালো আইসিসি।
মঙ্গলবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হওয়া আইসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। বলা হয়েছে, ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ দল সরাসরি বিশ্বকাপ খেলবে। বাকি চার দল আসবে প্রথাগত বাছাই পর্ব খেলে।
২০২৩ বিশ্বকাপকে লক্ষ্য রেখে প্রথম সুপার লিগে অংশ নিয়ে ১৪টি দল। সেখান থেকে শীর্ষে থাকা ১০ দল ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে খেলবে। এ আসর পরেই নিয়ম বদলানোর কারণ হিসেবে জানানো হয়েছে দল বাড়ার কথা।
এছাড়াও নারী ক্রিকেটে প্রথম শ্রেণির এবং লিস্ট ‘এ’-র মর্যাদা দিচ্ছে আইসিসি। আইসিসির নারী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রথম শ্রেণি এবং লিস্ট ‘এ’ মর্যাদা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। তৃতীয় চক্রেও নয় দলের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আয়োজিত হবে বলে জানানো হয়েছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]