ঘরের মাঠে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর শ্রীলঙ্কার দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন মিকি আর্থার। শ্রীলঙ্কার দায়িত্ব ছেড়ে ইংলিশ কাউন্টি দল ডার্বিশায়ারের দায়িত্ব নিবেন তিনি।
শ্রীলঙ্কার গণমাধ্যম জানিয়েছে, বুধবার (১৭ নভেম্বর) শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন মিকি আর্থার। শ্রীলঙ্কা দলের দায়িত্ব ছেড়ে ইংলিশ কাউন্টি লিগের দল ডার্বিশায়ারের সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শ্রীলঙ্কা দলের আগে ক্রিকেট বিশ্বের আরও অনেক দলের সাথে কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকা দলের সাথে সবচেয়ে সফল সময় কাটিয়েছেন। সেখানে ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকা ছাড়াও অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন মিকি আর্থার। ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের পারফর্মেন্সে অসন্তুষ্ট হয়ে তাকে ছাটাই করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপরেই শ্রীলঙ্কা দলের দায়িত্ব নেন তিনি।
ডার্বিশায়ার কাউন্টি ক্লাবে ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব নিচ্ছেন মিকি আর্থার। তাদের সাথে তিন বছরের জন্য চুক্তি করেছেন।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চাপের পদত্যাগ না করলেও তাদের সাথে যোগাযোগে ঘাটতি ছিল বলে জানান মিকি আর্থার। এছাড়াও নিজের শেষ সিরিজের শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজকে হারাবে বলে বিশ্বাস করেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]