তালেবান সরকার ক্ষমতায় আসার পর পরিবর্তন হয়েছে আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি। ক্রিকেটেও পড়েছে এর প্রভাব। আফগানিস্তানের এ সমস্যা সমাধানে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আফগানিস্তানের ক্রিকেট পরিস্থিতি পর্যবেক্ষণে ইমরান খাজাকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করেছে আইসিসি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কমিটির বাকি সদস্যরা হলেন- আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রস ম্যাককালাম, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পরিচালক লসন নাইডো এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা।
তালেবান সরকার ক্ষমতায় আসার পর আফগানিস্তান জুড়ে নারীদের খেলাধুলা নিষিদ্ধ করা হয়েছে। আইসিসির পূর্ণ মর্যাদা পাওয়ার জন্য অন্যতম শর্ত হলো নারীদের খেলাধুলার পরিবেশ থাকতে হবে।
তালেবান সরকারের নারীদের খেলাধুলা নিষিদ্ধ করায় বিষয়টি আইসিসির নিয়মের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। তবে কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, তালেবান সরকার নারীদের খেলাধুলা করতে দেওয়ার ব্যাপারে ইতিবাচক। তবে সে বিষয়েও এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
তাই তো আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণে কমিটি গঠন করা করেছে আইসিসি। ডিসেম্বরে অনুষ্ঠিতব্য পরবর্তী আইসিসি সভায় দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে আফগানিস্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিবে আইসিসি।
এ বিষয়ে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলি বলেন, ‘আইসিসি আফগানিস্তানের পুরুষ এবং নারী ক্রিকেটের উন্নতিতে কাজ করতে আগ্রহী। শুধু তাই নয়, আফগানিস্তানের সরকারের সাথে সম্পর্ক রাখতেও আগ্রহী।’
আরও বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে আফগানিস্তানের ক্রিকেট যেভাবে উন্নতি করেছে, তা আসলেই অনুকরণীয়। তবে তারপরও আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এ বিষয়ে এসিবি (আফগানিস্তান ক্রিকেট বোর্ড) পূর্ণ সমর্থন দিবে বলে আশা করি।’